আমার ভিতর এক পৈশাচিক আনন্দ বিরাজ করছে আজ। তবুও আমি তৃপ্ত। খুব ভালো লাগছে আমার। নিজামির ফাসিতে অনেকের খুব কষ্ট হচ্ছে, অনেকে আহা উহু করছে। আমি শুধু দেখছি আর মনে মনে হাসছি। কেউ কেউ আবার দেখছি খুব খেপে আছে। রাগে খিস্তি করছে, হাত পা ছুড়ছে, বড় বড় লেকচার ছুড়ছে।হ্যা, এতদিন কি করেছে? এতদিন বিচার করেনি কেন? এখন কত মানুষ খুন হচ্ছে, কই? তারতো বিচার করছেনা। আমি ওদের কথার কোনো উত্তর দেইনি।বল তোদের যা খুশি বল। আমি কিছুই বলবোনা। আজ আমি শুধুই হাসবো।আমি মনে মনে অট্ট হাসি দিচ্ছি, হাহাহা হুহুহু হিহিহি হোহোহো। এরকম আর কি? একজন মানুষকে ফাসিতে ঝোলানো হয়েছে দেখে আমি হাসছি! আমার কখোনো এটা মনে হচ্ছে না। একবারের জন্যও না। তোমরা যদি একে পৈশাচিক আনন্দ বলো, বলতে পারো।অসুবিধা নেই । আমি আজ খুশিতে ।যারা আমার এই হাসিকে মেনে নিতে পারছোনা, তাদের বলছি-একদিন তোমারা এই পৈশাচিক আনন্দে হেসেছিলে আর আমি শুধু কেদেছিলাম। আজ আমার হাসার দিন। আজ আমি শুধু হাসবো হাহাহা।যাও তোমাদের বরাত দিয়েই বলছি - আমার ভিতর এক পৈশাচিক আনন্দ বিরাজ করছে আজ হাহাহাহাহা...........।
শ্রদ্ধা সকল শহীদ গাজ মুক্তিযোদ্ধাদের প্রতি।
ধন্যবাদ মাননিয় প্রধানমন্ত্রী।
জয়বাংলা।