কিসের মা দিবস? যতসব। শালার এমনই একটা জাতি আমরা, যা দেখি তাই খাবলে খেতে যাই। একবার ভাল করে দেখিও না সেটা গু না মধু। সাদা চামড়াদের যা করতে দেখি আমরাও তাই করি। ওরা রাতকে দিন বলতে শুরু করলে, রাতে জেগে দিনে ঘুমানো শুরু করলে কদিন পরে দেখা যাবে আমরাও তাই শুরু করেছি।আর সেটাকেই বলা শুরু করছি প্রগতির পথে।এরকম বহু নজির আমাদের আছে। এই যেমন সমকামিতার কথাই ধরা যাক। আমাদের দেশের একদল লোক সমকামিতার প্রতি আপন ভাইয়ের মত মায়া দেখাচ্ছে আজকাল। যেন সমকামিতার কিছু হলে তারা বাচবেনা। আমেরিকায় সমকামিতাকে বৈধ ঘোষনা করা হলো আর ওমনি আমাদের দেশের দলটি লাফালাফি শুরু করে দিলো সমকামিদের বৈধতা নিয়ে। তারা রংধনু দিয়ে ফেইসবুক সয়লাব করে দিলো, রং ধনুকে সমকামিের পাতাকা হিসেবে তুলে ধরলো আরো কত কি? এই রংধনু যে সমকামিদের পতাকা তারা কই পেলো? কেনো আমেরিকানের কাছে থেকে। আমেরিকানরা রংধনুকে সমকামিদের পটাকা বানিয়ে মেলে ধরেছে তাি তারাও ধরলো। আমেরিকা সমকামিতাকে জায়েজ করেছে তাই তারাও জায়েজ চাইলো। এদিকে সিয়েরা লিয়ন যে আমাদের ভাষাকে পাহাড় সমান সম্মান দিলো। এ নিয়ে তারা কয়বার লিখেছে? বড়জোড় একবার । তাতেই আমাদের দায়িত্ব শেষ। আরে সিয়েরা লিয়নের মত ছোট পরিচয়ের দেশ নিয়ে ভাবার এত টাইম আছে আমাদের? সে আমাদের ভাষাকে সম্মান জানাক আর যাই করুক। আমেরিকার সাদা চামড়ার দিকে নজর দিতে হবে আমাদের। ওরা প্রকাশ্যে চুমু খায় আমরাও খেতে চাই, ওরা প্রকাশ্যে সেক্স করে আমরাও করতে চাই। ওরা এটাকে নরমালি নিলেও আমরা এটাকে মহান করে তোলার বেশ কারণ দেখাই। আমাদের ভাব সাবে মনে হয় আমরা আর একটি ৭১ এর কথা বলছি।এরকম আরো বহু উদাহরন আছে। আমাদের লাল গোলাপ মিয়া শফিক রেহমান আমাদের দেশে ভালবাসা দিবস চালু করেছেন। সেটাও সেই সাদা চামড়া থেকে আনা। আমরা চে সংক্রান্তি পালন করি, সেটাও সাদা চামড়াদের কথা। এদিকে আমাদের তিতুমির, ফকির মজনু শাহ সহ হাজারো বীর, যারা আমাদের দেশের জন্য বুকের রক্ত দিয়েছেন তারা কবে জন্মেছেন কবে চলে গিয়েছেন তার খোজও আমরা রাখিনা। কেনো রাখবো? তারা যাই হোক আর যাই করুক, তাদেরতো আর সাদা কিংবা বাদামি চামড়া ছিলোনা। সুতরাং তাদের নিয়ে লাফালাফি করার সময় নেই। লাফালাফি করতে হবে সাদা চামড়াদের নিয়ে।সাদা চামড়াদের নকল করতে গিয়ে শেষ পর্যন্ত আমরা মাকেও ছাড় দেই নি।ওরা মা দিবস পালন করে তাই আমরাও মা দিবস পালন করা শুরু করেছি। ফেইসবুকে খালি দেখছি লাভ উ মম। ব্যাস মায়ের প্রতি দায়িত্ব শেষ। এবার আমরা পুরোপুরি হারামজাদা হতে পেরেছি। মাকেও ওদের মত একদিনের দিবসে বন্দী করে ফেলেছি। সারা বছর খবর নিবোনা।শুধু এই দিনে মাকে গিয়ে বলবো, ওদের শেখানো বুলি লাভ ইউ মম। আমরা কি আবাল দেখেছেন? আমরা আমাদের শিকড় ভুলে গেছি সাদা চামড়াদের নকল করতে করতে। মাকে নিয়ে কোনো দিবস হয় না, মার জন্য ভালবাসা সবসময় অমলিন এসবই আমরা ভুলে গেছি সাদা চামড়াদের ফলো করতে করতে। কি আজব এক জাতি আমরা! কি ফালতু এক জাতি আমরা! কি আবাল এক জাতি আমরা।আমি যে ব্লগে লিখছি সেও দেখছি এর ব্যতিক্রম না।সেও সাদা চামরাদে ফলো করে মা দিবসের রং এ নিজেকে রাঙিয়েছে। ভালো খুব ভালো।
কিসের মা দিবস? কি ফালতু এক জাতি আমরা!
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন