অটোপাইলটিং সিস্টেম হচ্ছে একটি অতি অত্যাধুনিক স্বয়ংক্রিয় সিস্টেম যার মাধ্যমে কোন জাহাজ বা নৌযান চালকের কোন সাহায্য ছাড়াই নির্দিষ্ট বা অনির্দিষ্ট দূরত্ব তে কোন রূপ সমস্যা ছাড়াই চলাচল করতে পারবে। এই সিস্টেম এ আগে থেকে গন্তব্য, দূরত্ব, গতিবেগ , অন্য জাহাজ থেকে নিরাপদ দূরত্বে থাকবে কি না, জাহাজ কোন পথে যাবে সব কিছুই নির্ধারণ করে দেয়া যায়। এটা মূলত নো-ম্যান অপারেশনাল (এনএমও) ডিভাইস। যেখানে, কোন নির্দিষ্ট কোর্স সেট করে দেয়া হলো পরবর্তী ৫০ নটিক্যাল মাইল এর জন্য অটো পাইলট মোডে চলার । তাহলে জাহাজটা কোনো মানুষের নির্দেশনা ছাড়াই ওই ৫০ নটিক্যাল মাইল চলবে । যদিও আমাদের বাংলাদেশ এর অভ্যান্তরীন নৌপথে অটো পাইলটিংয়ের সুযোগ নেই বললেই চলে।
ছবিঃ এম ভি বার আওলিয়া (লঞ্চ ভেসেল ফাইন্ডারস বাংলাদেশ)
একটা জাহাজ কিভাবে চলবে তা নির্দেশ বা নির্ধারিত করে দেয়াকে মেরিন ইঞ্জিনিয়ারিং এর ভাষায় "কোর্স " বলে।
অটো পাইলটিং কোর্স নির্ধারণ করে দেয়ার সময় অনেক বিষয় খেয়াল রাখতে হয় । বিষয় গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো জাহাজের আয়তন, ওজন, গভীরতা, জাহাজের গতি, বাতাসের গতি, আবহাওয়া এর অবস্থা , নদী বা সাগরের গভীরতা ইত্যাদি অনেক বিষয়ের উপর লক্ষ্য রেখে জাহাজের অটো পাইলটিং সিস্টেমে এ "কোর্স ইনপুট " বা নির্দেশনা দেয়া হয়।
অটো পাইলটিং কোর্স ইনপুট দেয়ার সময় দুটি সেটিংস বিষয় অতীব জরুরি । একটি হলো সেনসিটিভিটি ও আরেকটি রাডার ফ্যাক্টর । বিষয় দুটি নিয়ে আরেক দিন লিখবো । নয়তো আগামী দুই দিন শুধু লিখতেই হবে।
শুধু এটুকু জানা ভালো যে এই দুটিই হচ্ছে জাহাজ স্বয়ংক্রিয় ভাবে চলাচল করার প্রধান সেটিংস। এটি যত নির্ভুল বা সুন্দর হবে , জাহাজ তত নিরাপদ থাকবে।
ছবি - প্রতীকী
চলুন যেনে নেয়া যাক এখন অটো পাইলট সিস্টেম কিভাবে কিভাবে কাজ করে ?
জাহাজের ক্যাপ্টেন যেভাবে চাইবেন অটো পাইলট সিস্টেম অনেক টাই সেভাবে কাজ করতে পারে। অটোপাইলট এর মোড গুলো হলোঃ স্ট্যান্ড বাই মোড বা ম্যানুয়াল মোড, অটো মোড, জি পি এস মোড, পাওয়ার স্টিয়ারিং মোড, উইন্ড মোড , কম্বাইন মোড।
* স্ট্যান্ড বাই মোড বা ম্যানুয়াল মোডঃ এই মোড এ অটো পাইলট বন্ধ থাকে। নৌযান চালাতে হয় ম্যানুয়ালি হাতে স্টিয়ারিং করে। তখন মনিটরে রিয়েল টাইম তথ্য গুলো শো করে (গভীরতা, গতি, পথ, অবস্থান ) ।
* অটো বা স্বয়ংক্রিয় মোডঃ এই মোড এ জাহাজ টি পূর্ব নির্ধারিত কোর্স বা নির্দেশনায় চলতে থাকবে। যা স্ক্রীন এ শো করবে। এই সিস্টেম এ আগে থেকে গন্তব্য, দূরত্ব, গতিবেগ , অন্য জাহাজ থেকে নিরাপদ দূরত্বে থাকবে কি না, জাহাজ কোন পথে যাবে সব কিছুই নির্ধারণ করে দেয়া যায়। বিশেষ মুহূর্তে বা কারনে নির্দেশনা পরিবর্তন করা যায়।
* জি পি এস মোডঃ এই মোডে নৌযান টির স্টিয়ারিং সিস্টেম জি পি এস এর সাথে কানেক্টেড থাকবে। জি পি এস থেকে প্রতি ১০ সেকেন্ড পর পর তথ্য বা সিগ্ন্যাল যাবে সিস্টেম এ এবং প্রাপ্ত ডাটা প্রসেস করে নৌযান টি চলবে।
* পাওয়ার স্টিয়ারিংঃ এই মোড টা আসলে রিমোট কন্ট্রোল এর মতো । রিমোট ডিভাইস এর বাটন টিপে , ডিস প্লে তে রিডিং দেখে, স্টিয়ারিং সিস্টেম বা হুইল থেকে দূরে থেকেও নৌযান নিয়ন্ত্রন করা যাবে।
* উইন্ড মোডঃ কিছু কিছু অটো পাইলট সিস্টেম উইন্ড সেন্সর এর ইনপুট অনুযায়ী কাজ করতে পারে। বাতাসের গতি পর্যবেক্ষণ করে নৌযান পরিচালিত হয়।
* ফুল অটোমেটেড বা কম্বাইন মোডঃ সর্বশেষ টেকনোলজি অনুযায়ী, এই মোড এ জাহাজ টি পূর্ব নির্ধারিত কোর্স বা নির্দেশনায় চলতে থাকবে। যা স্ক্রীন এ শো করবে। এই সিস্টেম এ আগে থেকে গন্তব্য, দূরত্ব, গতিবেগ , অন্য জাহাজ থেকে নিরাপদ দূরত্বে থাকবে কি না, জাহাজ কোন পথে যাবে সব কিছুই নির্ধারণ করে দেয়া যায়। বিশেষ মুহূর্তে সে বিভিন্ন সেন্সর যেমন জি পি এস, রাডার, ইকো সাউন্ডার, উইন্ড ট্র্যাকার থেকে তথ্য নিয়ে সবচেয়ে সুন্দর কোর্স বা নির্দেশনা সে নিজে থেকেই সেট / পরিবর্তন করে নিতে পারে ও সেই পথে চলতে পারে।
লিখাটি তৈরি করতে tmqeurope, maritime.about, shipmates সহ বেশ কিছু ইন্টারন্যাশনাল ওয়েব সাইটের সাহায্য নেয়া হয়েছে।
অটো পাইলটিং বিষয় টা সম্পূর্ণ এই ছোট লিখায় বোঝানো সম্ভব না। মেরিন ইঞ্জিনিয়ারিং এই টপিক এ পূর্ণ কোর্স বা বিষয় আছে। তবে কারো কোন প্রশ্ন বা কোয়েরী থাকলে কমেন্ট বক্স খোলা রইল ।
সামু তে আমার আগের লিখা গুলো এখান থেকে পড়তে পারেনঃ আমার সমস্ত লিখা সমুহ
বাংলাদেশ এর নৌ রুটে চলাচল কারী সকল ধরনের জাহাজ/লঞ্চ নিয়ে ভারচুয়াল জগতে, আমরা এই Launch Vessel Finder's Bangladeshপেইজ এ টিউন করে থাকি, এগুলোতে যাতায়াত এর ভালো মন্দ, সময়, যাত্রী সচেতনতা সব কিছু। শুধু মাত্র নৌযান এর প্রতি ভালোবাসা থেকেই আমরা কিছু নৌযান পাগল ছেলে পেলে কাজ গুলো করি। আমাদের পেইজ টা ঘুরে আসার আমন্ত্রন রইল।
আমাদের পেইজঃ এখানে ক্লিক করুন
লঞ্চ / জাহাজ / ক্রুইজ শিপ নিয়ে ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমরা নদী ও নৌযান সম্পর্কিত অস্থির অস্থির সব ভিডিও পাবলিশ করে থাকি। চ্যানেল টা সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের সাথে থেকে এই বিষয় গুলোতে আপডেট থাকতে পারেন।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ ক্লিক করুন
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩