বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) নতুন জাহাজ এমভি মধুমতি চালু হয়েছে গত ১৪ জুলাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজটির উদ্বোধন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরামদায়ক ভ্রমণের জন্য মধুমতিতে গোলাপ, শাপলা, টিউলিপ ও পদ্ম নামে চারটি ভিআইপি ফ্যামিলি স্যুট রয়েছে। আরও রয়েছে ডাবল বেডের ১৮টি প্রথম শ্রেণির সিঙ্গেল ফ্যামিলি স্যুট এবং চারটি প্রথম শ্রেণির সিঙ্গেল কেবিন। এ ছাড়াও ৩৪টি প্রথম শ্রেণির ডাবল কেবিন এবং ৪২টি দ্বিতীয় শ্রেণির চেয়ার আসন রয়েছে। বিআইডব্লিউটিসির তত্ত্বাবধানে ওয়েস্টার্ন মেরিন কম্পানি ২৬ কোটি ৫৯ লাখ টাকায় এ জাহাজটি তৈরি করেছে।উল্লেখ্য, সাড়ে ৭৫ মিটার দৈর্ঘ্য এবং সাড়ে ১২ মিটার প্রস্থের এই দোতলা জাহাজে এক সঙ্গে ৭৫০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।
জাহাজ টি ঢাকা সদরঘাট থেকে প্রতি সোমবার সন্ধ্যা ৭.০০ মিনিট এ ছেড়ে যায়।
জাহাজটির রুটঃ
ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি- কাউখালী-হুলারহাট- চরখালী -বড় মাছুয়া (মঠবাড়িয়া)-মোড়লগঞ্জ।
MV MADHUMOTI - Made in Bangladesh Fact File:
Vessel Type : 750 pax PASSENGER SHIP.
Owner : Bangladesh Inland Water Transport Corporation (BIWTC),
Builder : Western Marine Shipyard Limited, Chittagong. Bangladesh.
Length : X Breadth X Depth: 75.50m X 12.50m X 3.00m
Capacity : 750 passengers
Speed : 12-14 knots.
Reg : Department of Shipping, Bangladesh
Flag : Bangladesh
Route : Inland River Route (Dhaka-Barisal-Dhaka)
এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রাডার, জি পি এস, কুয়াশায় চলার জন্য শক্তিশালী সার্চ লাইট, হাইড্রলিক স্টিয়ারিং, নদীর তলদেশ এ কিছু আছে কি না জানার জন্য ইকো সাউন্ডার সহ আরো অনেক আধুনিক সেফটি ইকুইপমেন্ট।
কর্ণফুলী নদীতে এম ভি মধুমতি এর টেস্ট রাইড যারা দেখেন নাই তারা নিচের এই ভিডিও টা দেখতে পারেন। কেমন হয়েছে আর কেমন স্পিডী এই জাহাজ টি।
এম ভি মধুমতি জাহাজের Sea Trial ভিডিও
ভিডিও কারটেসিঃ Western Marine Shipyard Limited.
সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে সরাসরি যোগাযোগ করা যায়। তাছাড়া মোবাইলের মাধ্যমেও যোগাযোগ করা যায়।
ঠিকানা: ৫ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭২৯-৭৭৪৫৬৪
এছাড়া অনলাইন এ টিকেট বুকিং দেয়া যায় !!
লঞ্চ / জাহাজ / ক্রুইজ শিপ নিয়ে ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমরা নদী ও নৌযান সম্পর্কিত অস্থির অস্থির সব ভিডিও পাবলিশ করে থাকি। চ্যানেল টা সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের সাথে থেকে এই বিষয় গুলোতে আপডেট থাকতে পারেন।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ ক্লিক করুন
বাংলাদেশ এর নৌ রুটে চলাচল কারী সকল ধরনের জাহাজ/লঞ্চ নিয়ে ভারচুয়াল জগতে, আমরা এই Launch Vessel Finder's Bangladeshপেজ এ টিউন করে থাকি, এগুলোতে যাতায়াত এর ভালো মন্দ, সময়, যাত্রী সচেতনতা সব কিছু। শুধু মাত্র নৌযান এর প্রতি ভালোবাসা থেকেই আমরা কিছু নৌযান পাগল ছেলে পেলে কাজ গুলো করি। আমাদের পেজ টা ঘুরে আসার আমন্ত্রন রইল। আর হ্যাঁ ছবি গুলো আমাদের পেজ এর ভাই ব্রাদার লঞ্চ লাভার রাই তুলেছে। আর কোন ইনফো দরকার হলে আমাকে আমার ফেবু তে নক করতে পারেন।
আমাদের পেজঃ https://www.facebook.com/vesselfinderbd/
আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/zahidibnejahan
সবশেষ এ আমাদের ইউটিউব চ্যানেল থেকে লঞ্চ রেস এর একটা ভিডিও দেখুনঃ https://youtu.be/2P21P0
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৮