বাংলাদেশকে অবজ্ঞা করে ইউটিউবে নতুন ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওতে বাংলাদেশকে কটাক্ষ করেনি করেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে।
বাংলাদেশ এবং ভারতের কোয়ার্টার ফাইনালের খেলা নিয়ে মজা করা হয়েছে। একজন ভারতের সমর্থক অন্যজন বাংলাদেশের সমর্থক। টি-শার্টে ভারত লিখা একজন সমর্থক তার রুমে, আরেকজনের টি-শার্টে ছিল বাংলাদেশ লিখা। বাংলাদেশি সমর্থক এসে বলল মওকা মওকা। পরে ভারতের সমর্থক একটি পোষ্টার দেখায় যাতে লিখা ভারত বাংলাদেশকে তৈরি করেছে ১৯৭১ সালে।
ফেসবুকে এই নিয়ে চলছে বেশ তোলপাড়।
চলুন আমরা ফেসবুক, ইউটিউব যেখানে এই ভিডিও পাই সেখানেই Report অপশন ব্যাবহার করে রিপোর্ট করি । আমাদের রিপোর্ট এ ভিডিও গুলো ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষ এই ভিডিও গুলো মুছে দেবে।
এই ইভেন্ট এর ওয়াল এ ভিডিও গুলোর লিংক পর্যায় ক্রমে দেয়া হবে আপনারা যথাসম্ভব ভিডিও গুলো না দেখে Report অপশন থেকে রিপোর্ট করবেন।রিপোর্ট করা শেষ হলে কমেন্ট এ Done লিখবেন।
এই ইভেন্ট এ ফ্রেন্ড দের ইনভাইট করে ছড়িয়ে দিন। ভিডিও গুলো যত তাড়াতাড়ি Online থেকে সরিয়ে ফেলতে পারি ততই ভালো। আমাদের ১৯ তারিখের খেলা মাঠে গড়ানোর আগে ভিডিও গুলো সরিয়ে ফেলতে চাই।
আমাদের ইভেন্ট লিঙ্কঃ Click This Link
প্লিজ সম্ভব হলে রিপোর্ট করুন।
সবাই ইউটিউব একাউন্টে লগিন করে ;লিংক (প্রথম ভিডিও এর লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=8osmsfcmjhk) এ ক্লিক করুন।
ভিডিও টার নিচে দেখবেন তিনটি বাটন আছে। Add To , Share , More ।
> আমরা More এ ক্লিক করবো।
> Report এ ক্লিক করবো।
> Violent or repulsive content এ ক্লিক করবো।
> ড্রপ ডাউন মেনু থেকে Youth Violence e এ ক্লিক করবো।
> ডান পাশের ফর্ম (Please provide additional details about এ কারন লিখবোঃ
I Want to Remove this Video From Youtube Cause this video তারপর নিজের মত করে কারন লিখবেন।
> নিচে Submit এ ক্লিক করবো।
> হয়ে গেলো রিপোর্ট করা।
কারো একাধিক গুগল অথবা ইউটিউব একাউন্ট থাকলে সব একাউন্ট দিয়ে ট্রাই করুন।
ধন্যবাদ !! কমেন্ট এ Done লিখুন।
আমরা ভিডিও টি যথা সম্ভব না দেখে রিপোর্ট করবো। দেখলে ভিউ বেড়ে যাবে। আর রিপোর্ট ও বেড়ে যাবে।
এই ইভেন্ট এ ফ্রেন্ড দের ইনভাইট করে ছড়িয়ে দিন। ভিডিও গুলো যত তাড়াতাড়ি Online থেকে সরিয়ে ফেলতে পারি ততই ভালো। আমাদের ১৯ তারিখের খেলা মাঠে গড়ানোর আগে ভিডিও গুলো সরিয়ে ফেলতে চাই।
ভিডিও তে তাদের গালাগালি করে লাভ নাই। ভিডিও তে কেউ গালা গালি করলে ইউটিউব কর্তৃপক্ষ সেটাকে কমেন্ট হিসেবে ধরে নেয়। So এতে ভিডিও এর Stability আরো Strong হয়।
সবাই রিপোর্ট করুন প্লিজ।
কারো একাধিক গুগল অথবা ইউটিউব একাউন্ট থাকলে সব একাউন্ট দিয়ে ট্রাই করুন।
ধন্যবাদ !! কমেন্ট এ Done লিখুন।
আমরা ভিডিও টি যথা সম্ভব না দেখে রিপোর্ট করবো। দেখলে ভিউ বেড়ে যাবে। আর রিপোর্ট ও বেড়ে যাবে।
এই ইভেন্ট এ ফ্রেন্ড দের ইনভাইট করে ছড়িয়ে দিন। ভিডিও গুলো যত তাড়াতাড়ি Online থেকে সরিয়ে ফেলতে পারি ততই ভালো। আমাদের ১৯ তারিখের খেলা মাঠে গড়ানোর আগে ভিডিও গুলো সরিয়ে ফেলতে চাই।