আমাদের এক কবি-গীতিকার তার এক বিখ্যাত গানে বলেছিলেন ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!’
গানটির আগে-পিছে যদি না তাকাই তবে এই লাইনটি এখন আমাদের জন্য খুবই লাগসই। আমাদের দেশে বর্তমানে যা হচ্ছে, যেভাবে হচ্ছে, তা পৃথিবীর অন্য কোথাও আর দেখা যাবে বলে মনে হয় না। বর্তমানে আন্দোলনের নামে যে সন্ত্রাস, নাশকতা ও মানুষ হত্যা যা চলছে, তা রীতিমত অভিনব! অজ্ঞাত স্থান থেকে জঙ্গিদের মতো পেট্রোল বোমায় ঝলসে-পুড়িয়ে মানুষ মেরে ছারখার করে দেয়া হচ্ছে। এই অপতত্পরতাকে কখনও বলা হচ্ছে ‘অবরোধ’, কখনও ‘হরতাল’!.........!!!
সন্ধ্যা রাতে টি.এস.সি এর মত যায়গায় নিরাপত্তা বাহিনীদের নাকের ডগায়, হাজার মানুষের সামনে এমন ঘৃণ্যতম একটি ঘটনা ঘটলো, প্রতিরোধ তো দুরের কথা, কেউ আহত দের সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। ছিঃ !! আমার এ ঘৃণা আমাদের তথাকথিত মানবতার জন্য। নিজেরা মানবতার বড় বড় বুলি আওরাই মুখ দিয়ে।
আজকের এমন বাংলাদেশ আমরা চাইনা...
আমরা চাই ঠিক যেমন টি আমাদের এ গীতিকার চেয়েছিলেন।
আমরা চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ !!
আমরা দু মুঠো খেয়ে, স্বাভাবিক বেঁচে থাকার নিশ্চয়তা চাই !!