প্রায় ৭ লাখ শিক্ষিত বেকারের কর্মসংস্থানের সুযোগ দিতে ‘ন্যাশনাল সার্ভিস’ নামে একটি প্রকল্প চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এ প্রকল্পটির ভবিষ্যত কর্মপরিকল্পনা, নীতিমালা, কোন কোন মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্ত দফতর-পরিদফতরে কর্মসংস্থানের পদ সৃষ্টি বা শূন্য রয়েছে এসব বিষয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করা হবে। বৈঠকে প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো চিঠির আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে সারা দেশ থেকে প্রায় ৭ লাখ শিক্ষিত বেকার তাদের বায়োডাটা জমা দিয়েছেন। গত ৩০ জুন পর্যন্ত জমা নেয়া এই বায়োডাটাগুলো কম্পিউটারে ডাটাবেইজ তৈরি করা হয়েছে। মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতি পরিবারের একজন শিক্ষিত বেকারকে কর্মসংস্থানের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। গত মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারা দেশে আওয়ামী লীগের উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে এ চিঠি পাঠানো হয়েছিল।
উগ্র মৌলবাদ এবং জঙ্গিবাদি ধারার সঙ্গে সম্পৃক্ত ছাড়া সকল দলের কর্মী-সমর্থকদের কাছ থেকে এ বায়োডাটা আহ্বান করা হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়। কিন্তু মাঠ পর্যায়ে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কর্মীরা বায়োডাটা জমা দেননি বলে জানা গেছে। তবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ বলেছেন, দলমত নির্বিশেষে সকল শিক্ষিত বেকারের বায়োডাটা চাওয়া হয়েছিল। প্রায় সাত লাখ শিক্ষিত বেকার বায়োডাটা জমা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।