গণঅভ্যুত্থানের পরে, সবার আগে মবের স্বীকার হয়েছিলো স্বৈরাচার বিরোধী গ্রাফিতি গুলো।
রাস্তায় চারিদিকে কত রঙা কত দেয়ালচিত্র আর ক্যালিগ্রাফি। কিন্তু চোখ আটকায় এখনো অল্প কিছু জায়গায়, অল্প কিছু শাটারে থাকা বিপ্লবী স্লোগান আর স্বৈরাচারকে গালাগাল।
অ্যাসথেটিক শিল্পের দোহাই দিয়ে যে দেয়াল গুলো বিপ্লবের স্লোগান বিহীন ছিল সেগুলো বেছে নেয়া যেতো। স্লোগানের পাশে করা যেতো। এতটাই দ্রুত হয়েছে গ্রাফিতি মোছার মব যা চিন্তার বাইরে।
নতুন দেয়ালচিত্র গুলোতেও বিপ্লবের ভাষা আছে এটা সত্য। কিন্তু এগুলো 'Raw' না। যেগুলো সৃষ্টি করতে ভয় পেতে হয় নি, পেতে হয় নি কোন বাধা।
বিপ্লবের গ্রাফিতি, স্লোগান গুলো মোছার বিরুদ্ধে খুব অল্প মানুষের আওয়াজ শোনা গিয়েছিল। বিপ্লবের স্মৃতি না রেখে, ভাগাভাগি নিয়ে ব্যাস্ত সবাই।
জুলাই বিপ্লবের বেশিরভাগ গ্রাফিতি তো বাস্তবে অতীত। কিন্তু যতগুলো সম্ভব ছবি হিসেবে এক জায়গায় কি কেউ সংগ্রহ করেছে?
না করে থাকলে সংগ্রহের উদ্যোগ কি কেউ নিয়েছে?
এরকম কোন সংগ্রহশালা না দেখার আক্ষেপ থাকুক, মানা যায় না।
বিপ্লবের ইতিহাস কখনো ভুলতে নেই, ভুলে যেতে দিতে নেই, মুছে দিতে নেই।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৯