যে সুন্দর দিন আবার ফিরে আসার আকুতি রাখে না
সেদিনের সৌন্দর্য আমি প্রত্যাখ্যান করি।
আমি প্রত্যাখ্যান করি
মিথ্যে বুলি আওড়ানো এককেটা স্তুতিমূলক বাক্য।
আমি প্রত্যাখ্যান করি, সেই চায়ের কাপ
যেখানে দ্বিতীয়বার চুমুকের আকুতি হয় না।
আমি প্রত্যাখ্যান করি তুমি, তুমি মিশে থাকা প্রত্যেকটা ঘটনা।
যে ফিরে আসার আকুতি রাখে না
তাকে আমি প্রত্যাখ্যান করি।
আমি প্রত্যাখ্যান করি মনস্তাপের সেই পথ
যেপথে ধূলি উড়িয়ে তোমার বিচারণ
বাতাসে বেজে উঠে
হৃদয় খুন করা নুপুরের আন্দোলন।
প্রতিরাতে খুন হই আমি
মস্তিষ্কে জেগে উঠা তোমার চুলের গন্ধে
আমি প্রত্যাখ্যান করি, তোমাকে প্রত্যাখ্যান করার ইশতেহার।
কবি হয়ে উঠে ইশতেহার অস্বীকার করা রাজনীতিবিদ।
আমি প্রত্যাখ্যান করি আমাকে
প্রত্যাখান করি আমার মুক্তির সনদ
শুধু বেঁচে থাকুক, বন্দি থাকুক
তোমাকে প্রত্যাখ্যান না করার আজন্ম পাপ।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৫