এই শহরে যানজট ছুটি নেয় না, যেমনটা ছুটি নেয় না নিবারণহীন জট পেকে থাকা বিষন্নতা।
রিক্সায় হুট নামিয়ে চলায় আর ভালো লাগে না। অবশ্য রিক্সার প্যাডেলের মত পা ফেলে হাঁটাও যে খুব ভাল ঠেকে, তাও না।
এই একা পথচলাও ছুটি নেয়া না, এই শহরের জ্যাম আর বিষন্নতার মত।
পেট বিষন্নতার হিসেব বুঝে না তাই চলে যেতে হয়, চালিয়ে নিতে হয় জীবনের এই অনিচ্ছুক ছোটাছুটি। পেটের এই বেহিসেবী ব্যাপারটা খুব বেশি আক্ষেপেরও না।
পেটের এই বেহিসেবী ক্ষুধা আছে বলেই এই শহরে মন খারাপ মানুষকে দাবিয়ে রাখতে পারে না।
কোন ছোটাছুটি নেই, ব্যস্ততা নেই সব মানুষ বিষন্ন হয়ে বসে আছে নিকোটিন হাতে - এই ব্যাপারটা দেখতে খুব বেশি ভাল হতো, তা না। বিষন্নতা দেখলেও বিষন্ন লাগে মানুষের মনে।
শুধু প্রেমিকারা আলাদা, প্রেমিকের চোখেমুখে রাজ্যের বিষন্নতাও তাকে, তাদের বিষন্ন করে তোলে না।
প্রেমিকারা কি চায়? নতুন বিষন্ন চোখ?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৮