প্রত্যাশার প্রহরে তুমি আলোকিত অন্ধকার তুমি,
রোদে পোড়া দেহের চিৎকার তুমি,
এ ভূলোকের ছায়াপথ ছাড়িয়ে রক্তপিন্ডের দামে
এক খন্ড মানচিত্র তুমি,
রাজনীতি আর নির্লজ্জ সার্থের অবাদ সহবাসে
প্রসব বেদনায় কাঁদছ কি তুমি?
নতুন নতুন প্রসবিত ভোর তুমি,
কংকালের পরে দাঁড়িয়ে থেকে কংকালের
কলংকিত রাতের নষ্ট কাহিনী তুমি,
তোমার সবুজের লালে লাল হয়েছে দেখো
ধর্ষিত বোনের উর্বর ভূমি,
এ কেমন স্বাধীনতা দিয়েছো আমায় তুমি,
তাই ভিখারির মত দাঁড়িয়ে হাত পেতে চেয়ে থাকি আমি,
ফিরিয়ে দিওনা মাগো আমায় তুমি,
জন্মভূমি প্রিয় বাংলাদেশ তুমি,
আজানের ডাকে জেগে উঠা ভোরের সূর্য তুমি
স্বাধীনতা প্রিয় আত্নার শপথ তুমি,
ঢেউ খেলা চুলের শান্ত তরুনীর প্রার্থনার
টগবগিয়ে ঘোড়ায় রাজকুমার তুমি,
সহস্র বীরের বীরত্ব তুমি,
ভালোবাসার শেষ চুমুক তুমি,
ভালোবাসায় তুমি,
হৃদয়ের কোনে লুকিয়ে থাকা প্রথম প্রেম তুমি,
বাংলাদেশ তুমি,
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ ভোর ৪:৩৯