কেউ লিখুক
অন্তত কিছু একটা লিখুক!
আমার চোখ কতদিন দ্যাখে না শব্দের ঝড়
আমার কান কতদিন শোনেনা শব্দের সিঞ্জন;
কতদিন আমি শব্দের বুনো গন্ধ পাই না।
কেউ লিখুক-
কিছু অন্তত লিখুক।
তাসের কার্ড পেটাতে পেটাতে কেউ অন্তত একটা খিস্তি দিক
মাতাল পাড় উন্মাদ ডেকে উঠুক মাঝরাতে-
যুবতী তার কাঁপা গলায় একটু গোঙ্গানি দিয়ে উঠুক-
মা'এর স্তন কামড়ে শিশু একবার কেঁদে উঠুক!
জাহাজের কাপ্তান নোঙর তুলে ভ্যাপু বাজাক
সৈনিক তার পায়ে পায়ে মাদল বাজাক,
একজন বাদক সেতারে একটু বাজাক খেয়াল বন্দিস!
একজন কবি অন্তত দু'চারটা শব্দ লিখুক।
একজন পুরুষ দাবী করুক সে পুরুষ
একজন নারী তার চুল খুলে ঝড় ডাকুক-
মেঘ একবার গুড়গুড় ডাকুক
বৃষ্টি একবার আসুক!
কেউ একবার -
অন্তত কিছু একটা লিখুক
কেউ পথের সাথে একবার হাঁটুক
কানেকানে ফিসফিস; কেউ একবার কিছু অন্তত বলুক।
-----------------------
ছবিঃ ইন্টারনেট
৩০/১/২০১৯
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮