হাতের খপ্পর থেকে এক ঝটকায় যে কব্জিটা'কে ছাড়িয়ে নেবে
তারপর---------
হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরে দেখবে- কেউ পিছু নিয়েছে কিনা;
এত বেশুমার সাহস কোথায় তোমার!
ভয় হয়? তাই না? আর যদি ফিরে না ডাকি!
বেসামাল তুমি পারবে নিজেকে সামলে নিতে?
মূলত আমার থেকে দূরে গিয়ে বাঁচার তেমন কোনো অবকাশ নেই তোমার।
ধর্মঘটের দিনগুলোতে -
পায়েচলা পথ ধ'রে যতদূরে হেঁটে যেতে চাও
যেতে পারবে? একলা একা?
বাস নেই- অটো নেই--- ট্রাম নেই- মেট্রো নেই,
এমনকি আমার পা'য়ে যে পা মিলিয়ে হাঁটবে
সেই আমিও যদি না থাকি? হাঁটতে পারবে তো?
ধরনি ছাড়া হাঁটতে জানো তুমি?
এলোমেলো অবিন্যস্ত- পেঁচিয়ে যাবে না পা?
মূলত আমাকে না ধ'রে- না ছুঁয়ে হাঁটার কোন সুযোগ তোমার নেই।
যদি আমাকে পেতে চাও গরমে তুলে রাখা মোটা কাপড়ের মত
শীতে পেতে চাও ভাঁজ খোলা সুগন্ধি মাখা গরম গাউনের মত;
জানবে তুমি-
অতটা নমনীয়, সুগন্ধি মিহি মখমল আমি নই;
কিছুটা আমি রুক্ষ- চুলে মধ্যে নাক ডোবালে খুঁজে পাবে উৎকট মেছো গন্ধ;
আমাকে ভালোবেসে নাও যেমন আমি আছি- ছিলাম-থাকব।
ঘষেমেজে নিজের মত করে পেতে চাইলে আমাকে আর পেলে কোথায়?
কেননা এই সত্য জেনে ও বুঝে গেছ তুমি -
মূলত আমাকে ভালো না বেসে আর কোন উপায় নেই তোমার।
ছবিঃ Pinterest
জাহিদ অনিক
২৮ শে অক্টোবর, ২০১৮
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২১ রাত ১১:৩০