একটি বৃক্ষ আঁকতে গেলে এঁকে ফেলি প্রেমিকার মুখমণ্ডল
শিকড় যেভাবে কামড়ে ধ’রে মাটিকে-
আমাকেও সে জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে।
প্রথম অঙ্কুরোদগম; দ্বিবীজপত্রী বলতে বুঝি
প্রেমিকার সিক্ত দুটি ঠোঁট।
আমার প্রেমিকা গাছটি'র নাম দিলাম চিরহরিৎ নিম;
ঔষধি চিরুল তাঁর ঠোঁট ভয়ানক তিক্ত-
গা’য়ে মাখি না ভয়ে
আশঙ্কা; অসুখ যদি যায় সেরে!
পূর্ণিমা তিথিতে-
জোয়ার আসে নীমে'র শরীরে আমার
আমি সিক্ত হই তেতো জলে-
হ্যাঁচকা টানে পরিণীতা’র শরীর থেকে ভেঙ্গে নিয়ে হাত
আমি তাড়াই জলবতী মেঘ।
প্রেমিকার কপাল-জমিন যেন প্রকাণ্ড আকাশ;
সেখানে চুমু খায় চাঁদে'র মত এক লাল টিপ।
২৫ শে অক্টোবর, ২০১৮
ছবিঃ pinterest থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫