স্বলাত শব্দের অর্থ
প্রার্থনা . অনুগ্রহ . দয়া -মু'জামুল ওয়াফী, রিয়াদ প্রকাশনী।
প্রার্থনা . অনুগ্রহ . পবিত্রতা বর্ণনা . দয়া -মিসবাহুল লুগাত, থানবী লাইব্রেরী।
প্রার্থনা . আনুগত্য -মু’জামুল ওয়াসিত্ব, মিশর ছাপা।
===========================================
স্বলাতের ফাযীলাত
মহান আল্লাহ্ বলেন,
‘‘...তোমরা স্বলাত ক্বয়িম কর, নিশ্চয়ই স্বলাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে...’’ -সূরাহ্ আনকাবুত (২৯), ৪৫।
‘‘আর যারা তাঁদের স্বলাতের হিফাযতকারী তারাই জান্নাতে সম্মানিত হবে।’’-সূরাহ্ মা’আরিজ (৭০), ৩৪,৩৫।
আবু হুরইরহ্ (রা.) হতে বর্ণিত, তিনি রসূলুল্লাহ্ (দ.) কে বলতে শুনেছেন,
‘‘বলতো যদি তোমাদের কারো বাড়ীর সামনে একটি নদী থাকে, তাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে কি তার দেহে কোন ময়লা থাকবে? তাঁরা (উপস্থিত স্বহাবাগণ) বললেন, তাঁর দেহে কোনো রকম ময়লা থাকবে না। রসূলুল্লাহ্ (দ.) বললেন, এ হলো পাঁচ ওয়াক্ত স্বলাতের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ্ তায়ালা (বান্দার) গুনাহ্সমূহ মিটিয়ে দেন।’’-বুখারী, অধ্যায়ঃ ৯, স্বলাতের সময়সমূহ, অনুচ্ছেদঃ ৬ পাঁচ ওয়াক্ত স্বলাত (গুনাহের) কাফ্ফারাহ্, হাদিস # ৫২৮; মুসলিম, অধ্যায়ঃ ৫, মাসজিদ ও স্বলাতের স্থানসমূহ, অনুচ্ছেদঃ ৫১, স্বলাতের পদচারণা করা যা দ্বারা পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধি হয়, হাদিস # ২৮৩/৬৬৭; নাসাঈ, স্বহীহ, অধ্যায়ঃ ৫, স্বলাত, অনুচ্ছেদঃ ৭ পাঁচ ওয়াক্ত স্বলাতের ফাযীলাত, হাদিস # ৪৬২ (হাদিসটি বুখারীর বর্ণনা)।
আবু হুরইরহ্ (রা.) হতে বর্ণিত,
‘‘নিশ্চয়ই রসূলুল্লাহ্ (দ.) বলেছেন, পাঁচ (ওয়াক্ত) স্বলাত এক জুমু’আহ্ থেকে আরেক জুমু’আহ্ পর্যন্ত গোনাহের কাফ্ফারহ্ হয়ে যায়। যদি সে কোন কবিরাহ্ গোনাহ্ না করে।’’ -মুসলিম, অধ্যায়ঃ ২, কিতাবুত ত্বহারাত, অনুচ্ছেদঃ ৫, হাদিস # ১৪.১৫.১৬/২৩৩, তিরমিযী, স্বহীহ্, অধ্যায়ঃ ২, স্বলাতের ওয়াক্তসমূহ, অনুচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত স্বলাতের ফাযীলাত, হাদিস # ২১৪ (হাদিসটি তিরমিযীর বর্ণনা)।
===========================================
স্বলাত পরিত্যাগকারী আমাদের দ্বীনি ভাই নয়
মহান আল্লাহ্ বলেন,
‘‘অতঃপর যদি তারা তাওবাহ্ করে, স্বলাত ক্বয়িম করে, যাকাত আদায় করে তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই...’’ -সূরা তাওবাহ্ (৯), ১১।
এই আয়াতটি দ্বীনি ভাই অর্থাৎ মুসলিম হওয়ার শর্ত দিচ্ছে যে, তাওবাহ করে ঈমান আনবে এবং স্বলাত ক্বয়িম করবে। যদি কেউ স্বলাত ক্বয়িম না করে তাহলে, সে দ্বীনি ভাই হওয়ার শর্ত পূরণ না করায় মুসলিম হতে পারবে না অর্থাৎ সে কাফির।
===========================================
স্বলাত পরিত্যাগকারী মুশরিক
জাবির (রা.) হতে বর্ণিত,
‘‘আমি নাবী (দ.) কে বলতে শুনেছি, তিনি বলেন, ব্যক্তি (বান্দা) এবং শিরক ও কুফরের মাঝে পার্থক্য হচ্ছে স্বলাত পরিত্যাগ করা।’’ -মুসলিম, অধ্যায়ঃ ১, কিতাবুল ঈমান, অনুচ্ছেদঃ ৩৫, স্বলাত তরককারীর উপর কুফর শব্দ প্রয়োগ, হাদিস # ১৩৪/৮২, নাসাঈ, স্বহীহ্, অধ্যায়ঃ ৫, কিতাবুস্ স্বলাহ্, অনুচ্ছেদঃ ৮, স্বলাত তরক করার বিধান, হাদিস # ৪৬৩, আবু দাউদ, স্বহীহ্, অধ্যায়ঃ ৩৪, কিতাবুস্ সুন্নাহ্, অনুচ্ছেদঃ ১৫, হাদিস # ৪৬৭৮, তিরমিযী, স্বহীহ্, অধ্যায়ঃ ৩৯, কিতাবুল ঈমান, অনুচ্ছেদঃ ৯, স্বলাত তরক করা, হাদিস # ২৬১৯, ইবনু মাজাহ্, স্বহীহ্, অধ্যায়ঃ ৫, কিতাবু ইক্বমাতিস্ স্বলাহ্, অনুচ্ছেদঃ ৭৭, স্বলাত তরক করা, হাদিস # ১০৭৮, বায়হাক্বী (সুনানুল কুবরা), স্বহীহ্ লি-গইরিহী, অধ্যায়ঃ স্বলাতুল ইসতিস্ক, অনুচ্ছেদঃ ৩৮, যে ওজর ব্যতীত স্বলাত তরক করে তাকে কাফির বলা, হাদিস # ৬৪৯৫, ৬৪৯৬, ৬৪৯৭, দারিমী, স্বহীহ্, অধ্যায়ঃ ২, কিতাবুস্ স্বলাহ্, অনুচ্ছেদঃ ২৯, স্বলাত তরক করা, হাদিস # ১২৩৩ (হাদিসটি মুসলিমের বর্ণনা)।
আনাস ইবনু মালিক (রা.) নাবী (দ.) থেকে বর্ণনা করেন,
‘‘তিনি (দ.) বলেছেন বান্দার এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে স্বলাত পরিত্যাগ করা। যে, স্বলাত পরিত্যাগ করে সে অবশ্যই শিরক্ করেছে।’’ -ইবনু মাজাহ্, সাক্ষ্যের ভিত্তিতে স্বহীহ্, অধ্যায়ঃ ৫, কিতাবু ইক্বামাতিস্ স্বলাহ্, অনুচ্ছেদঃ ৭৭, যে স্বলাত তরক করে, হাদিস # ১০৮০।
এই হাদিসটির প্রতি গভীরভাবে লক্ষ্য করুন, রসূলুল্লাহ্ (দ.) স্বলাত পরিত্যাগ করাকে শিরক্ বলেছেন। আর যে, শিরক করে তাকে মুশরিক বলা হয়। অতএব বুঝা গেল যে, স্বলাত পরিত্যাগকারী মুশরিক। শিরক্ সম্পর্কে মহান আল্লাহ্ বলেন,
‘‘...নিশ্চয়ই যে আল্লাহ্’র সাথে শিরক্ করবে তার জন্য আল্লাহ্ অবশ্যই জান্নাত হারাম করে দিবেন এবং তার স্থান জাহান্নাম...’’ -সূরাহ্ মায়েদাহ (৫), ৭২।
এই আয়াত থেকে বুঝা গেল, যে শিরক্ করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম কোন মুস্লিমের জন্য হয় না। তাহলে প্রমাণিত হল যে, শিরক্কারী মুসলিম নয় কাফির। অতএব, স্বলাত পরিত্যাগ করা যেহেতু শিরক্ তাই বুঝতে হবে স্বলাত পরিত্যাগকারীর জন্য জান্নাত হারাম। অর্থাৎ স্বলাত পরিত্যাগকারী মুশরিক।
===========================================
স্বলাত পরিত্যাগকারী কাফির
আব্দুল্লাহ্ বিন বুরইদা বিন হাস্বিব তাঁর পিতা থেকে বর্ণনা করেন,
‘‘নিশ্চয়ই রসূলুল্লাহ্ (দ) বলেছেন, আমাদের এবং তাদের (কাফির) মাঝে পার্থক্য হচ্ছে স্বলাত পরিত্যাগ করা। যে তা (স্বলাত) পরিত্যাগ করে সে অবশ্যই কাফির হয়ে গেছে।’’ -নাসাঈ, স্বহীহ্, অধ্যায়ঃ ৫, কিতাবুস্ স্বলাহ্, অনুচ্ছেদঃ ৮, স্বলাত তরক করার বিধান, হাদিস # ৪৬৩; ইবনু মাজাহ্, স্বহীহ্, অধ্যায়ঃ ৫, কিতাবু ইক্বামাতিস্ স্বলাহ্, অনুচ্ছেদঃ ৭৭, স্বলাত তরক করা, হাদিস # ১০৭৯; বায়হাক্বী (সুনানুল কুবরা), স্বহীহ্ লি-গইরিহী, অধ্যায়ঃ স্বলাতুল ইসতিস্ক, অনুচ্ছেদঃ ৩৮, যে ওজর ব্যতীত স্বলাত তরক করে তাকে কাফির বলা, হাদিস # ৬৪৯৯ (হাদিসটি ইবনু মাজাহ’র বর্ণনা) ।
এই হাদিসটি সুস্পষ্টভাবে ঘোষণা করছে যে, যে ব্যাক্তি স্বলাত পরিত্যাগ করে সে অবশ্যই কাফির হয়ে গেছে।
জাবির (রা.) হতে বর্ণিত,
‘‘নিশ্চয়ই রসূলুল্লাহ্ (দ.) বলেছেন যে, বান্দা ও কুফুরীর মাঝে পার্থক্য হচ্ছে স্বলাত পরিত্যাগ করা।’’ -নাসাঈ, স্বহীহ্, অধ্যায়ঃ ৫, স্বলাত, অনুচ্ছেদঃ ৮, স্বলাত তরক করার হুকুম, হাদিস # ৪৬৪; তিরমিযী, স্বহীহ্, অধ্যায়ঃ ৩৯, কিতাবুল ঈমান, অনুচ্ছেদঃ ৯, স্বলাত তরক করা, হাদিস # ২৬১৮, ২৬২০; ইবনু মাজাহ্, স্বহীহ্, অধ্যায়ঃ ৫, কিতাবু ইক্বামাতিস্ স্বলাহ্, অনুচ্ছেদঃ ৭৭, স্বলাত তরক করা, হাদিস # ১০৭৮ (হাদিসটি ইবনু মাজাহ্’র বর্ণনা)।
===========================================
স্বলাত পরিত্যাগকারীদেরকে সম্মানিত
স্বহাবীগণও (রা) কাফির মনে করতেন
আব্দুল্লাহ্ ইবনু মাসউদ (রা.) বলেন,
যে স্বলাত আদায় করে না তার দ্বীন (ধর্ম) নেই।’’ -বায়হাক্বী (সুনানুল কুবরা), স্বহীহ্ লি-গইরিহী, অধ্যায়ঃ স্বলাতুল ইসতিস্ক, অনুচ্ছেদঃ ৩৭, যে ওজর ব্যতীত স্বলাত তরক করে তাকে কাফির বলা, হাদিস # ৬৪৯৯।
এই হাদিসটি বলছে যে, যে স্বলাত আদায় করে না তার দ্বীন (ধর্ম) নেই। আর যার ধর্ম নেই সে অবশ্যই কাফির।
আব্দুল্লাহ্ ইবনু শাক্বীক উক্বইলী (রহ.) হতে বর্ণিত তিনি বলেন,
মুহাম্মাদ (দ.) এর কোন স্বহাবী স্বলাত ব্যতীত অন্যকোনো আ’মাল ছেড়ে দেয়াকে কুফুরী মনে করতেন না।’’ -তিরমিযী, স্বহীহ্, অধ্যায়ঃ ৩৮, কিতাবুল ঈমান, অনুচ্ছেদঃ ৯, স্বলাত ত্যাগের পরিণতি, হাদিস # ২৬২২।
এই হাদিস থেকে বুঝা যায় যে, স্বহাবীগণ (রা.) স্বলাত পরিত্যাগ করাকে বড় কুফুরী মনে করতেন। অতএব, কুরআন, হাদিস এবং স্বহাবীগণের বক্তব্যের আলোকে বুঝা গেল, স্বলাত পরিত্যাগকারী ইসলাম থেকে বহিস্কৃত অর্থাৎ স্বলাত পরিত্যাগকারী বড় কাফির।
বইয়ের নাম: স্বলাত পরিত্যাগকারী কি মুসলিম?
লেখক: মুহাম্মাদ ইকবাল বিন ফাখরুল
প্রাপ্তি স্থান: আলিমুদ্দিন একাডেমী, আহসান পাবলিকেশন্স
ডাউনলোড: http://www.downloadquransoftware.com/
কিনতে হলে: ০১৬৮১৫৭৯৮৯৮, ০১৯১৩-৭১৮৮৬৪