ভূমিকাঃ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যার হাতে আমাদের প্রাণ। সলাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মাদ সাঃ এর প্রতি।
ডাউনলোড করুন
কথা হচ্ছে, দাজ্জাল একজন মানব। সে কিয়ামতের পূর্বে পৃথিবীতে আগমন করবে যা কুরআন ও সহীহ হাদিস দ্বারা প্রতিষ্ঠিত সত্য। কিন্তু এই প্রতিষ্ঠিত সত্যকে মিথ্যা দ্বারা ধ্বংস করার চেষ্টা প্রতিনিয়ত চলছে। ইদানিং দাজ্জালকে “ইহুদী খ্রিষ্টান আবিষ্কৃত যান্ত্রিক সভ্যতা” বলে একটি ভ্রান্ত ও বাতিল আক্বিদাহ মুসলিমদের মাঝে প্রবেশ করানো হচ্ছে। এই বাতিল আক্বিদাহ ও ভুল ব্যাখ্যা থেকে মুসলিমদের ’কুরআন ও সহীহ হাদিসের’ পথে আনয়নের জন্যই লেখক এর এই চেষ্টা যা আল্লাহর দয়ায় আজ সফলতার মুখ দেখেছে। আল্লাহর দয়া ও সাহায্য পেলে লেখকের অন্যান্য গবেষণাধর্মী বইগুলোও একে একে আমরা মুসলিমদের জন্য তুলে ধরতে পারব।
বইটির কিছু বৈশিষ্ট্য ও এ সম্পর্কে কিছু কথাঃ
০১. বইটি লিখা হয়েছে শুধুমাত্র কুরআন ও সহীহ হাদিসের আলোকে একটি চূড়ান্ত সত্য তুলে ধরার জন্য মুসলিমদের নিকট যার প্রতিদানে আমরা চাই আল্লাহর সন্তুষ্টি, জান্নাতুল ফেরদাউস এবং জাহান্নাম থেকে মুক্তি।
০২. বইটিতে শুধুমাত্র কুরআন ও সহীহ হাদিস থেকেই দলিল দিয়ে প্রমাণ করা হয়েছে যে, দাজ্জাল একজন মানুষ। দাজ্জাল কোন ইয়াহুদি-খৃষ্টান আবিষ্কৃত যান্ত্রিক সভ্যতা নয়।
০৩. বইটিতে সর্বমোট ৫০টি সহীহ দালিল আনা হয়েছে কুরআন ও সহীহ হাদিস থেকে।
০৪. বইটির পৃষ্ঠা সংখ্যা মাত্র ২৮। ৫০টি দালিল দিয়ে ২০০ পাতার বই লেখাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু লেখক শুধুমাত্র কুরআন ও সহীহ হাদিস থেকেই বিভিন্ন পয়েন্টগুলো তুলে ধরেছেন যাতে করে মানুষ সহজে আসল বিষয়টি শিখতে পারে।
০৫. সাহাবীগণ যেভাবে রাসূলুল্লাহ সাঃ এর থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করতেন, ঠিক তেমনি হাদিসের আলোকে প্রতিটি বিষয় তুলে ধরায় পাঠকগণও দাজ্জাল সম্পর্কে সরাসরি রাসূলুল্লাহ সাঃ এর মুখ নিঃসৃত বাণী থেকে দাজ্জাল সম্পর্কে জানতে পারবেন ঠিক সাহাবীদের মতো করেই।
০৬. এতে লেখকের নিজস্ব ব্যাখ্যা নেই বললেই চলে।
০৭. বইটিতে মূল আরবী হাদিস গ্রন্থগুলোর রেফারেন্স দেওয়ার পাশাপাশি অধ্যায় অনুচ্ছেদগুলোও উল্লেখ করা হয়েছে যাতে করে হাদিসগুলো যে প্রকাশনীরই হোক না কেন সহজে খুজে বের করা যায়।
সংশয়মূলক প্রশ্নঃ বইটিতে সংশয়মূলক ২টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
৯টি চ্যালেঞ্জমূলক প্রশ্নঃ
এছাড়া সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যারা এই বিশ্বাস নিয়ে বসে আছেন যে, দাজ্জাল ইহুদী খ্রিষ্টান যান্ত্রিক সভ্যতা – তাদের নিকট ৯টি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যার উত্তর ইনশা-আল্লাহ তারা কিয়ামত পর্যন্তও দিতে পারবে না।
সর্বশেষ মুসলিমদের লক্ষ্য ও কর্মসূচী কেমন হওয়া উচিত মর্মে বইটির ইতি টানা হয়েছে।
আল্লাহ লেখকের জ্ঞান ও মর্যাদা আরো বৃদ্ধি করুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয় বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের পা কে দৃঢ় রাখুন। মুসলিমদের ঐক্যকে আরো শক্তিশালী করুন। আমীন।