মাননীয় অর্থমন্ত্রী মহোদয়
গৃহনির্মাণে বিনিয়োগ বাড়াতে ফ্ল্যাট বা বাড়ি বিক্রয়ে প্রাপ্ত মুনাফার ওপর উৎসে কর কমানোর ঘোষণা দিলেন।
এতে করে বিনিয়োগ বাড়বে নতুন নতুন ফ্ল্যাট বাড়ির সংখ্যা বৃদ্ধি পাবে। নতুন নতুন মানুষের আবাস্থলের চাহিদা পূর্ণ হবে।
গৃহ নির্মাণের উপর মুনাফার কর কমানো বেশি জরুরী না বাসা ভাড়ার উপর স্থায়ী নীতিমালা করা বেশি জরুরী? এই প্রশ্নটা চলে আসতেই পারে।
যেনারা গৃহনির্মাণে বিনিয়োগ করবেন তাদের হাতে অজস্র টাক, বা টাকার পরিমান কতখানি এটা হয়তো চিন্তাও করা যাবেনা, এটা অনেকটা চোখ বন্ধ করেই বলা যায়।
তাদের মুনাফার কর কমলো কি বাড়লো তাতে তাদের কিছু যায় আসার কথা না এটাও যে কেউই চোখ বন্ধ করে বলতে পারেন।
প্রসঙ্গ যারা ভাড়া থাকেন। আর তাতে যদি আবার ব্যাচেলর হয় তাতে তো আর কোন কথাই নেই।
স্বাভাবিকভাবেই আমি ব্যাচেলর দের পক্ষে যাবো যাদের প্রতিনিধিত্ব করতেছি।
মাসে মাসে বর্ধিত ভাড়া
তাদের কি ধরনের অমানবিক জীবন যাত্রার মধ্য অতিবাহিত করে শুধু তারাই জানেন। তার ওপর ঐ ব্যাচেলর টি যদি আবার ছাত্র হয় তাহলে তার অস্থিত্ব টিকে রাখার লড়াই কতখানি পরীক্ষা দিতে হবে তা বলার অপেক্ষা রাখেনা।
বাড়ির মালিক ব্যাচেলর প্রভুর সমতুল্য। অনেকটা দাস প্রথার মতো। যেমনে ইচ্ছে তেমন করে ব্যাচেলরদের হেয় প্রতিপন্ন করতে থাকে।
পানির সংকট, গ্যাসের সংকট, এ বিল সে বিল। মাসে মাসে ভাড়া বাড়ানো, একেবারে হিজিবিজি অবস্থা। আর মাসের পাঁচ তারিখ পার হলে মালিকপক্ষ কি ধরনের ব্যবহার শুরু করে সেটা কুকুর মানুষের সাথে তুলনা করা যায়।
যে ব্যাচেলর ছাত্রটি ভাড়া বাসায় থেকে এই ঢাকা শহরে টিকে থাকার লড়াইয়ে দিন পার করে যাচ্ছে তাদের অর্থের যোগান দিতে তাদের পরিবার কি পরিমান কষ্ট করে যাচ্ছে সেটা কল্পনা করাও কঠিন হবে।
যাক সে প্রসঙ্গ, বাসা ভাড়ার দিকে আসি। মাসে মাসে বর্ধিত ভাড়ার কথা ঐ ব্যাচেলর ছাত্রটি তার পরিবারকে বলতে পারেনা, ঐ ছাত্রটি জানে এই বর্ধিত ভাড়ার যোগান দিতে তার পরিবার কতটা ক্ষতি ও কষ্টের সম্মুখীন হতে হবে। ঐ ব্যাচেলর টি বর্ধিত ভাড়া মিটাতে অপরাধ করবে না কি করবে সে নিজেও জানেনা।
একজন ব্যাচেলর হিশেবে মুনাফা ওপর কর কমানো বেশি জরুরী না বাসা ভাড়ার স্থায়ী নীতিমালা বেশি জরুরী? এই প্রশ্নটা মাথার মধ্যে আসতেই পারে।
তার উপর আবার ব্যাচেলর ভাড়া না দেয়ার একটা ইস্যু থেকেই যায়।
এই একবিংশ শতাব্দীতে এসে ব্যাচেলররা যে মানুষ কিনা এই প্রশ্নটা আসতেই পারে।
দিন দিন সব বাড়ে শুধু বাড়েনা ব্যাচেলরদের জীবনযাত্রার মান।
Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৪ রাত ৯:১৯