ভাই আপনি আর্জেন্টিনা না ব্রাজিল?
- মিডল ক্লাস।
কিছুক্ষণ আগের ঘটনা,স্থানীয় কিছু পোলাপান ব্রাজিল আর্জেন্টিনার সমর্থনে জনমত জরিপ করতেছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে লোকজনদের থামিয়ে থামিয়ে প্রশ্ন করছে কে কোন দলের সমর্থক ব্রাজিল না আর্জেন্টিনা?
যে যেটা উত্তর দিচ্ছে সেই দলের সমর্থকরা উল্লাসে ফেটে পরছে। আশেপাশে অনেক দর্শকও জুটে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছে।
খুব সম্ভবত আমার কাছে প্রশ্ন করে ওরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, অপ্রত্যাশিত উত্তর পেয়ে নিজেরাই অস্বস্তিতে পরে গেছে, হয়তো নিজেরদের শ্রেণী চরিত্র আমার মুখ দিয়ে শোনাতে দূর আপনি মিয়া...... বলে এড়িয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে পরলো।
সমর্থন করতেই পারেন, তাই বলে রাস্তায় জ্যাম বানাইয়া জনমত জরিপ, ভুভুজেলা বাজিয়ে,মারামারি রক্তারক্তি করে, আই লাভ ব্রাজিল, আই লাভ আর্জেন্টিনা, মেসি নেইমার বলে চিতকার চেচামেচি করে পতাকা উড়িয়ে কি লাভ-ভালবাসা হয় এইটাই তো মাথায় আসেনা।
হত্যা, গুম ধর্ষণ, সমসাময়িক অস্বস্থিকর দেশের পরিস্থিতিতে চিতকার উল্লাস চেচামেচি গুলো প্রতিবাদের কন্ঠস্বর
হয়না ক্যান?
দিন দিন আবাদযোগ্য ভূমির পরিমাণ কমে যাচ্ছে, প্লানিং ছাড়া সবাই ঘর বাড়ি তৈরি হচ্ছে, নিত্য প্রয়জনীয় দ্রব্যাদি হাত আর নাকের নাগাল অতিক্রম করে যাচ্ছে। এইসব নিয়ে ভাবা বা কিছু করার চিন্তা আপনাদের আসেনা,
কালতো আপনারা, যারা চেচামেচি করতেছেন তারাই হয়তো বলবেন এদেশ আমাকে কি দিয়েছে?
ভাই আপনারা, যারা চেচামেচি করতেছেন কালতো আপনারা এসব বলবেনই এইটাইতো নির্ধারিত।
আপনার জাতীয়তাবাদ তো দেশি টেলিভিশনে আইপিএল দেখা, জাতীয় সংগীতের রেকর্ড গড়া, অন্য দেশের ফুটবল ক্রিকেট নিয়ে উল্লাসে ফেটে পরা।
পাশের যে লোকটা এখনো খাবার খুঁজতে ডাস্টবিনে যায় তার দিকে একটু চোখ বাঁকা করলেই সামনে এসে পরবো, তাকে নিয়ে একটূ ভাবুন, চিতকার চেচামেচি গুলো প্রতিবাদ বানান।
আমি জানি এইসব আপনি এড়িয়ে যাবেন এড়িয়ে যেতে হয় এইটাই বলবেন।
মিডল ক্লাস উত্তরটি অপনাকে আপনাদের দ্বিধাগ্রস্ত করে দেয়।
আপনি তো এখন বলবেন আমি তাহলে কি করি, আমি যা করার করি আপনাদের মতো কিছু করিনা, এইটা অন্তত নিশ্চিত থাকেন।