আপনারা খুবই খারাপ মানুষ! কারোর বিশ্বাস নিয়ে কথা বলা উচিত না! আপনারা সেই বিশ্বাসকেই অসম্মান করেন?
*কেউ যদি বলে, সূর্য প্রতিদিন আরসে নিচে যায় অথবা কর্দময় জলাশয় ডুব দেয় আর পরের দিন উঠার জন্য সৃষ্টিকর্তা কাছে প্রর্থনা করে। কিন্তু আপনি বলতে পারবেন না, পৃথিবীতে দিন রাত্রি হয় সূর্য না, পৃথিবী ঘূর্ণনের কারনে! আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!
*কেউ যদি বলে, আসমান (আকাশ) শক্ত পাথরের মত কিছু দিয়ে বানানো, যার কারনে সেটা এখনো ভেঙে আপনার মাথায় পরে নাই। সেখানে আপনি পারবেন না, আকাশ আসলে কিছুই না মেঘ জলকণা আর ধূলোবালির কারনে আকাশ নীল দেখায়! আসলে মহাশূন্যের ধাঁধা ছাড়া কিছুই না। কিন্তু আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!
*কেউ যদি বলে পৃথিবী যাতে না পরে যায়, তাই পাহারগুলো পেরাকের মত করে গেঁথে দেওয়া। আপনি বলতে পারবেন না, পৃথিবী প্রায় বলের মত গোল! সেখানে যাহা উপর তাহাই একসময় নিচ! আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!
*কেউ যদি বলে, পৃথিবী তথা মহা বিশ্ব কয়েকদিনে তৈরি! তাকে বলতে পারবেন না, পৃথিবী মহাবিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্রতম অংশ! পৃথিবীর দিন আর মঙ্গল গ্রহের দিন এক না। এই রকম হাজার হাজার কোটি গ্রহের সময় আলাদা। বলতে পারবেন না, পৃথিবী সৃষ্টির আগে দিন আসলো কোথা থেকে? বলতে পারবেন না, মহাবিশ্ব প্রতিনিয়ত সৃষ্টি ও ধ্বংস হচ্ছে! আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!
*কেউ যদি বলে, পৃথিবীর নিচে চারটা হাতী, তার নিচে কচ্ছব, মহিষ! এদের কেউ নরলেই ভূমিকম্প হয়। কিন্তু আপনি বলতে পারবেন না, গোল পৃথিবীতে এইগুলো হাস্যকর কথা! আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!
*কেউ যদি বলে মুরগী তাদের মাতা! মুরগীর বিষ্টা পবিত্র! আপনি মাংসাশী প্রাণী হয়েও মুরগী ভক্ষণ করতে পারবেন না! আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!
*কেউ যদি বলে, মধু বা কালিজিরাই সর্ব রোগের ঔষধ! রোগ দেন যিনি, সুস্থ করেনও তিনি! তখন আপনি ডাক্তারের কাছে যেতে পারেন না! ঘরে শুধু মধু আর কালিজিরা খেয়ে থাকতে হবে। আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!
এই রকম অনেক বিশ্বাস কে প্রতিদিন আপনি অসম্মান করছেন? আপনি আসলেই খারাপ মানুষ। আপনার উচিত সবার বিশ্বাসকে সম্মান করা।
আমি বিশ্বাস করি, চোখ খোলা থাকলেই পাপ হয়। এখন থেকে চোখ বন্ধ করে রাখবেন। আপনি পারেন না, আমার বিশ্বাসকে অসম্মান করতে!
এই লেখাটা পড়েই, আপনি আমার বিশ্বাসে আঘাত দিয়েছেন!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২২