একুশ শতকের নারী মানেই আমরা ভাবি আত্মবিশ্বাসী, প্রগতিশীল, স্বাস্থ্যসচেতন সুন্দরীদের কথা। তাদের সক্ষমতা আর দক্ষতায় ভর করে উততরোত্তর এগিয়ে চলে সমাজ-দেশ-রাষ্ট্র। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, আমাদের পৃথিবীর প্রায় ৩৩০ কোটি নারী আজও মানবেতর সমাজে বাস করে। ঘরোয়া সহিংসতা, যৌন পরাধীনতা, দমনমূলক সমাজব্যবস্থা, আধুনিক জীবন থেকে ইচ্ছাকৃত বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা, শিক্ষা থেকে দূরে রেখে অজ্ঞতায় নিমজ্জিত রাখার চেষ্টা --এরকম নানামুখী বৈষম্যমূলক আচরণে নিত্য পদদলিত হচ্ছে আমাদের নারীরা।
নানান তথ্য বিবেচনা করে নারীর প্রতি সহিংস শীর্ষ ৭ দেশের এই তালিকা করেছে আমাদের পরিসংখ্যান বিভাগ যার তত্ত্বাবধানে ছিল দেবজ্যোতি রুদ্র।
এই তালিকা তৈরীতে আমরা ব্যবহার করেছি বিভিন্ন পরিসংখ্যান ও তথ্যপত্র। বেশিরভাগই সংগ্রহ করা হয়েছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর ওয়েব সাইট থেকে, কিছু সংগ্রহ করা হয়েছে উইকিপিডিয়া’র মতো সার্বজনীন তথ্যভান্ডার থেকে। বলা বাহুল্য, কোন বিশেষ জাতি/গোষ্ঠী/সমাজ/ধর্মকে আঘাত/হেয় করার উদ্দেশ্যে এই তালিকা তৈরী করা হয়নি। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে শুধুমাত্র পরিসংখ্যান-তথ্যের উপর ভিত্তি করে সঠিক তথ্য উপস্থাপন করতে। তারপরও যদি আপনার মনে হয়, আপত্তি প্রকাশের কোন অবকাশ আছে, নির্দ্বিধায় লিখে পাঠান আপনার অনুভূতির কথা।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন>>>>>
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪