‘ক’ বিভাগ: ১৬ বছরের নীচে যাদের বয়স তারাই অংশ নিতে পারবে এই বিভাগ থেকে।
‘খ’ বিভাগ: ১৬ থেকে ২১ বছরের মধ্যে যাদের বয়স তারাই অংশ নিতে পারবে এই বিভাগ থেকে।
‘গ’ বিভাগ: ২২ থেকে ৩৫ বছরের মধ্যে যাদের বয়স তারাই অংশ নিতে পারবে এই বিভাগ থেকে।
‘ঘ’ বিভাগ: ৩৫ বছরের উর্ধ্বে যাদের বয়স তারাই অংশ নিতে পারবে এই বিভাগ থেকে।
বিষয়: যে কোন বিষয়ের উপর লেখা (১) ছোট গল্প এবং (২) উপন্যাস জমা দেয়া যাবে। ছোট গল্পের ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসংখ্যা হতে হবে ৪০০০, উপন্যাসের ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই।
পুরস্কার
সারা দেশে পরিচালিত এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা মনোনীত করবো ৫০ জন লেখককে। লেখার মানদন্ডে বিজয়ী লেখকবৃন্দের একক বই প্রকাশিত হবে। এছাড়াও থাকবে নগদ প্রণোদনার ব্যবস্থা।
অন্যান্য নিয়মাবলী
০১. গল্প পাঠানোর শেষ তারিখ আগামী ১০ই জুন ২০১৩ খৃস্টাব্দ।
০২. গল্প মনোনীত হবে দুই ধাপে। প্রাথমিক মনোনয়নের পর ফেসবুক আর ওয়েব সাইটে প্রকাশ করা হবে গণভোটের জন্য। সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের মধ্য হতে নির্বাচিত হবে দ্বিতীয় ধাপের প্রতিযোগীরা।
০৩. হাতে লিখে বা কম্পিউটারে কম্পোজ করে লেখা পাঠানো যাবে। তবে উভয় ক্ষেত্রেই লেখা পরিষ্কার বোধগম্য হওয়া বাঞ্ছনীয়। প্রতিটি পৃষ্ঠার পিছনে লেখকের নাম, ফোন নম্বর এবং বিভাগের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
০৪. স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক নির্দেশিত শিক্ষকের কাছে লেখা জমা দিতে হবে। অন্যথায় লেখা পাঠাতে হবে এই ঠিকানায়:
বুক-মেকার পাবলিকেশন (বাংলাদেশ) লি:
কক্ষ # বি৮৫, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, শাহবাগ, ঢাকা-১২০৫।
অথবা, পাঠানো যাবে আমাদের ফেসবুক পেজে http://www.facebook.com/BMPBL
০৫. প্রাপ্ত রচনাগুলো আমাদের নিজস্ব পর্যালোচকবৃন্দ পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন। এই বিষয়ে পর্যালোকবৃন্দের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
০৬. বিজয়ী লেখকদের নাম এবং পুরস্কার প্রদান বিষয়ে বিস্তারিত জানানো হবে আগামী ১৫ই জুলাই ২০১৩ খৃস্টাব্দ।
০৭. প্রতিযোগিতার সম্পর্কে যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ/বর্জন/পরিমার্জন/পরিবর্ধন করার একমাত্র অধিকার সংরক্ষণ করে আয়োজক প্রতিষ্ঠান বুক-মেকার পাবলিকেশন (বাংলাদেশ) লি: এবং বাস্তবায়ন সহযোগী একতা৭১ ফাউন্ডেশন।
০৮. যে কোন বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে এই ফোন নম্বরে-- ০১৯৭২-৬২৮৪৭৪, ০১৬১১-৮২৪৭৪২।
এই প্রতিযোগিতাটি বাস্তবায়নে সহযোগিতা করছে--
একতা৭১ ফাউন্ডেশন
বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন
প্রচার সহযোগী হিসেবে সহায়তা করছে--
সাপ্তাহিক সময়ের চিত্র
সাপ্তাহিক অপরাধ বিচিত্রা
ত্রৈমাসিক প্রলাপ্ব্ব
http://www.lekhok.net