জাহাঙ্গীর বাবু
ইচ্ছে করে নষ্ট করেছিলে ক্ষমতার দাপটে।
পঁচে যাওয়ার পর কষ্ট পেলে!
পবিত্র আঁচলে রক্ত মেখেছিলে;
এখন দুষিত চারপাশ পঁচা রক্তের দুর্গন্ধে।
মাতৃগর্ভ পবিত্র ছিলো,ভ্রুণ শিশু পবিত্র ছিলো,
সভ্য সমাজ নাম দিলো জারজ!
জারজ সন্তান এখন নামের মার্যাদা রাখবে,
তোমাদের কষ্ট সময়ে হবে নষ্ট উল্লাস!
স্বার্থপর! আমি,আমরা,তুমি, তোমরা
সাধু সন্ন্যাস ভাবো নিজেরে,নিজেদের!
পর পুত্র নষ্ট! আপন ঔরষের বেজন্মাও
শুদ্ধ,পবিত্র!
ধান,ক্ষেত,তালগাছ,নদী,জলাশয়,
সমুদ্র,পাহাড়,চাঁদ,সুর্য্যটা,মঙ্গল ভেবেছিলে
তোমাদের,বৃহস্পতি যখন তোমাদের তুঙ্গে!
মহাকাশ,মহাদেশ,ভুমন্ডল,পৃথিবি এখন
তাদের হাতের মুঠোয়,তাই কষ্ট হয়,তাইনা!
ইচ্ছে করে নষ্ট করেছিলে ক্ষমতার দাপটে
নষ্ট ছিলো,পঁচে গেছে।কবে আবার নষ্ট
পঁচা,বাসি থেকে হবে সত্য সুন্দরের অংকুর উদগম।
ভালো হওয়ার স্বপ্ন অলীক।আশায় বাঁধি বুক।
সুন্দর আগামীর প্রত্যাশা বরাবর।
অরণ্যের রোদন হয়তো।
যদিও জানি,নষ্টের পর শুধুই পঁচে!
১৪-১-২০১৯ ইং
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০