বন্ধ হোক রাজনৈতিক ভাষার,
অঙ্গ ভঙ্গির ইভটিজিং।
জাহাঙ্গীর বাবু
শালীন ভাষার ব্যাবহার বুঝে ক'জন
ইয়ার্কি, তুচ্ছতাচ্ছিল্য ব্যাঙ্গ রস করে
নেতারাই, মন্ত্রী সভার লোক জন।
হোক বিরুধী কিংবা সাধারণ জনগন।
তাদের আদর্শলিপি কি লিখেছে,
বাল্মিকী দাদু,নাকি ইতর প্রাণীর কোনজন!
আমরা দেখি টিভি পর্দায়,শুনি ভাষনে
দু,একজন আছে,
তাদের কথায় আবার মন ভরে যায়।
ভাষা অঙ্গ ভঙ্গির, আসুক পরিবর্তন
নতুন মন্ত্রীদের কাছে করি আবেদন,
কি ভাবে কেমনে গেলেন,পেলেন আসন
তা নিয়ে কথা বলে কি লাভ!
বাবর আলীর চক্ষু চাক্ষুস প্রমাণ।
বন্ধ হোক রাজনৈতিক ভাষার
অঙ্গ ভঙ্গির ইভটিজিং।
শালীনতা,শিষ্ঠাচার পারিবারিক শিক্ষা,
ব্যাবহারে বংশের পরিচয়; রাজনীতির
ভাষা যেন পোষা আর বন্য প্রাণীকে
হার মানায়! নষ্ট জরায়ুতে জন্ম হোক
পবিত্র ভ্রুণের,সুন্দর আগামীর
নিষ্ফল প্রত্যাশা ভুল প্রমানিত হোক।
সময়ের প্রয়োজনে,শান্তির নিবেদনে
লিখে যাই যা আসে মনে,ক্ষমা করিবেন।
বেয়াদব সময়ে আদব আশা করা বেয়াদবি বটে
বাবর আলী হুদাই পেরেশান বেয়াদবের সমতটে।
৭-১-২০১৯ ইং
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০