ধর্ষকের ফাঁসির দাবী নিয়ে এসেছি
জাহাঙ্গীর বাবু
জেল নয়,সাজা নয়,ধর্ষকের
ফাঁসির দাবী নিয়ে এসেছি।
মানুষ বলতে লজ্জা হয় নিজেরে
মানুষ জাতির একজন আমি!
পুরুষ বলতে লজ্জা হয়
পুরুষ জাতির একজন আমি।
আর কতকাল নির্লজ্জের মনোগ্রাম
বয়ে বেড়াব এই ধর্ষকের সমতটে,পশুর তল্লাটে।
মায়ের কাছে অপরাধী,
স্ত্রী চোখে চোখ রাখি কি করে?
কন্যা,বোনের নির্যাতিত অবয়ব
চোখে ভাসে, ধর্ষিতার আর্তচিৎকার
শ্রবণ ইন্দ্রিয়ে করে আঘাত!
আমি মানুষ নই,আমি পুরুষ নই
ধর্ষক মনে হয় নিজেরে!
ধর্ষিতার লাশের ছবি হয় ভাইরাল!
হায়রে কপাল; ছবির মাঝেও পশু মন
খুঁজে চিত্ত সুখ!বিচারের দাবী নীরবে কাঁদে;
ধর্ষক বুক উঁচিয়ে হাঁটে লাল সবুজের মানচিত্রে!
জেল নয়,সাজা নয়,এবার ধর্ষকের
ফাঁসির দাবী নিয়ে এসেছি।
জনসম্মুখে ধর্ষকের শিশ্ন কর্তনের
দাবী নিয়ে এসেছি আমার দুর্বল শব্দমালায়।
ক্ষমতার পাটাতনে ধর্ষকের অট্টহাসি
বিচারের ফাঁক ফোকরে বেরিয়ে আসে ধর্ষক,
শব্দেই করি প্রতিবাদ,কি করার আছে
শব্দের ফেরিওয়ালার!
সাংবাদিকের কলমে ঝরুক বারুদের ঝলক।
আইনের হাত পাশে না দাঁড়াক ধর্ষকের।
মিডিয়ায় হোক প্রতিবাদের তুফান।
কেটে ফেলা হোক,ধ্বংস করা হোক
ধর্ষকের সমর্থনে জেগে উঠা
কন্ঠ,হাত,পা,শরীর,কলম,কাগজ মিডিয়া।
ইয়াসমিন,তনু,রিশা নাম নাম জানা
পারুলদের পাশে দাঁড়াও রুখতে
নষ্ট শিশ্নের করতে যবনিকা।
যদি মানুষ হও,পুরুষ হও কিংবা নারী।
জেল নয়,সাজা নয়,ধর্ষকের
ফাঁসির দাবী নিয়ে এসেছি।
মানুষ বলতে লজ্জা হয় নিজেরে
মানুষ জাতির একজন আমি!
২-১-২০১৯
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩