চার নেতার হত্যা নেতা শুন্যতা;
জাহাঙ্গীর বাবু
চার নেতার হত্যা নেতা শুন্যতা;
এখনকার মেধা, বিবেক শুন্যতা।
তিন নভেম্বর উনিশশো পঁচাত্তর
নেতৃত্ব শুন্যতার মহা পরিকল্পনা।
পনের আগষ্ট উনিশশো পঁচাত্তর
বঙ্গবন্ধুকে স্বপরিবারে খুন করে
করেছিল ঘাতক চক্র!
স্বাধীনতার ইতিহাস বিলীন করতে
চার নেতার হত্যা যজ্ঞ!
ইতিহাস বদলায় ঠিক,ইতিহাস সভ্যতার,
অসভ্যতার,লজ্জার,ইতিহাস গৌরবের
ইতিহাস থাকে কলংকের চাদরে,
ইতিহাস বদলা নেয় নিজের মতো করে!
ইতিহাস, ইতিহাসকে করে না ক্ষমা
অপেক্ষা,অল্প কিংবা বেশী!
ইতিহাস ঘুরে ফিরে আসে,চক্রাকারে!
ইতিহাস ঐতহাসিক ভাবে সত্য
উম্মোচিত করে,ইতিহাসে মিথ্যার মিশ্রণ
সৃষ্টির আদিকাল থেকে, ইতিহাস রচিত হয়
ক্ষমতার ছায়াতলে!
রাষ্ট্রিয় সন্ত্রাস,হত্যাযজ্ঞ পরিকল্পনা
সুদুর প্রসারী,প্রতিশোধ,প্রতিরোধ,হিংসা,
হীনমন্যতা,উচ্চাভিলাস
ক্ষমতার লোভীরাই পরিকল্পনাকারী!
নেতা হত্যা,শিক্ষা ধ্বংস,
দেশকে পেছনে ফেলার ষড়যন্তকারী।
চার নেতার হত্যা, নেতা শুন্যতা;
এখনকার মেধা, বিবেক শুন্যতা।
তিন নভেম্বর উনিশশো পঁচাত্তর
নেতৃত্ব শুন্যেতার মহা পরিকল্পনা।
৩-১১-২০১৮
সেনবাগ
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৮