জাহাঙ্গীর বাবু
এখনো টেকনাফ থেকে তেঁতুলিয়ার আনাচে
কানাচে,হাসপাতালের বিছানায় কন্যা শিশুর
চিৎকার,যৌতুকের দায়ে বিষের ছোবলে,ফাঁসির দড়িতে নারী,
সন্তানের কাছে অবহেলিত বৃদ্ধা মাতা!
হাসপাতালের বিছানায় রক্তাক্ত আগামীর মমতাময়ী মা,
কেন পথে ঘাটে ইভটিজিং এর শিকার কন্যা শিশু,কিশোরী,তরুনী,নারী।
ধর্ষিতার আহাজারী আকাশে বাতাসে!
শিশু শ্রম,নারী নির্যাতন জাতির কপালে আজো কলংকের তিলক!
কোথায় মানবতা,কেন বহমান বর্বরতা!
কেন ঝলসে যায়, কচি দেহ, মানুষ কোথায় ?
অসভ্য,ইতর,জানোয়ার কেন মানুষের অবয়বে!
অর্থের কাছে আর কতো পরাজিত হবে অভাব,দারিদ্রতা!
নষ্ট বিবেকের কাছে সভ্যতার লাগতার পরাজয়!
কবির কলম ক্লান্ত,ফুরিয়ে যায় শব্দ মালা
অত্যাচারীর অত্যাচার হয়না ক্ষ্যান্ত!
মাশরুম জাতীয় উদ্ভিদের ন্যায় শোষক বেড়েই চলেছে
অপরাধ বিজ্ঞানের সংজ্ঞায় এসেছে নগ্ন
পৈশাচিক বিভৎস আধুনিকতা।
জালিমের জুলুম চলছে অবিরাম!
আছো কি কোন মানুষ?
ন্যায় বিচার পাইয়ে দেবে ভুক্তভোগীদের।
শিশু, নারী,পুরুষ দুর্বল আজো;
পড়ে থাকে লাশ,পঁচে পথে ঘাটে,ঘরে,বাইরে,দেশে,বিদেশে।
গর্জে উঠো,হে কলম,হে কানুন,
দাঁড়াও মজলুমের পাশে!
বন্ধ করো অত্যাচার,শিশু, নারী,পুরুষ
ঘুরে দাঁড়াও,ন্যায়ের পথে,অন্যায়ের বিপক্ষে
হাতে রাখো হাত,ন্যায়ের প্রশ্নে আপোষ
নয়,অধিকার নাও ছিনিয়ে,
রুখে দাঁড়াও,ভেঙ্গে দাও জুলুমের বিষদাঁত।
২৪-১০-২০১৮ ইং
https://www.youtube.com/watch?v=dOsGG5Xrpb0&feature=share
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫