জাহাঙ্গীর বাবু
শিক্ষার কোন শেষ নেই
প্রতি মুহূর্তেই শিখি প্রকৃতির কাছে
মানুষের কাছে প্রাণীর কাছে, প্রানহীনের কাছে।
পৃথিবী নামের পাঠশালায় বরাবর, আমি ছাত্র।
আমি ছাড়া সবাই,সব কিছুই আমার শিক্ষক।
রাজীনীতির মতো মনুষ্য সৃষ্ট কৃত্রিম বিষয়ে
চল্লিশ পেরিয়ে কিছুই শেখা হলো না !
দেখলাম সেখানে দুর্নীতি ,কালোবাজারী
খুন খারাবী ,প্রতিবাদ ,প্রতিশোধের নামে
রক্তপাত ,জেল,জুলুম ,দেশের কথা বলে
চেতনার বাণিজ্যে স্বাধীনতা হরণের
বেসামাল প্রতিযোগিতা!অতীতের চেয়ে
অভিনব বর্তমান !
ভবিষ্যৎ স্বপ্ন,কল্পনার অধিক জঘন্য !
পদ,পদায়ন,ক্ষমতার নির্লজ্জ্ব ব্যাবহার ,
মানব সেবার নামে প্রচার ,প্রসার,
নিজের ঢোল নিজে পেটানো ,সাহিত্য,সামাজিক
সাংবাদিক,মিডিয়া , কলম সৈনিক !
থাক নাইবা বললাম ,তবে ,এ টুকু বুঝি
সেখানেও রাজনীতির কালো থাবা !
হলুদ,কালো ,আংশিক নয় সম্পূর্ণ রঙিন!
জনগণ,গণতন্ত্র,নির্বাচন, যে ভাবে পারে সে রকম!
যার হাতে ক্ষমতা সেই বিজয়ী বীর ,বিজনেস টাইকুন
সফল ,দেশ প্রেমিক, পক্ষ শক্তি !ইত্যাদি,ইত্যাদি ....
বাকি সব ,তুচ্ছ খেলার পুতুল ইত্যাদি ,ইত্যাদি .....
ধূর্ত ,জ্ঞানী,শিক্ষিত,চারপাশে ,দেশে ,বিদেশে
আমি বোকা এক মানুষ নামের প্রাণী।
জ্ঞান দে সবাই,ঠকায় সবাই
শিক্ষক কুলের কাছে ,যারা আমায় মানুষ নামের
বোকা ভাবে,শিক্ষার্র্থী ভাবে ,তাদের কাছে
কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া জ্ঞাপন করি।
শিক্ষার কোন শেষ নেই
প্রতি মুহূর্তেই শিখি প্রকৃতির কাছে
মানুষের কাছে প্রাণীর কাছে, প্রানহীনের কাছে।
পৃথিবী নামের পাঠশালায় বরাবর, আমি ছাত্র।
আমি ছাড়া সবাই,সব কিছুই আমার শিক্ষক।
২৩-১০-২০১৮
মাইজদী
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০১