জাহাঙ্গীর বাবু
ফুঁসছে,আসছে নির্বাচন,অবস্থা বেগতিক
এলাকায় চরম দলীয় বিভেদ
নিশ্চিত বিজয় ভেবে
প্রার্থী ,তিন,চার,পাঁচ,ছয় একের অধিক।
চলছে কমিটি কমিটি খেলা
পাকাচ্ছে ঝামেলা,
ফাঁড়ছে একে অন্যের পোষ্টার
নিজেদের শত্রু নিজেরা।
অর্থের বড়াই, ক্ষমতার লড়াই,
তৃনমূল,কাউয়া,হাইব্রীড
কে জানে তালে বেতালে,লেজে গোবরে,
কে করে,কে জিতে কে হারে?
ফাঁক ফোঁকরে কে ছক্কা মারে
কে চার,দুই,সিঙ্গেল,
জনগন স্লোগান,ভাষনের শব্দ
কোলাকুলি নির্বাচন বৈতরণীর উপসর্গ!
পাতি নেতারা ভাগ হয়েছে
আদর্শ এক,দল এক
সুবিধা অসুবিধার লাভ,লসের প্রজেক্ট!
পোষ্টার,ব্যানার হাই,ফাই,বিশ্বাস কি করে হয়,
মনোনয়নের পরে সবাই হবে এক।
বুঝা মুশকিল কে আসল,কে ফেক!
দল প্রধানের মনোনয়নের পুর্বে
সমঝোতা কেন নয়!
এরাই নাকি দেশ প্রেমিক!
এরাই নাকি আদর্শের সৈনিক!
জনগন আজীবন মূলা দেখা গিনিপিগ!
কমিটি কমিটি খেলা চলছে
শোডাউন বাড়ছে,
ঝামেলা পাকাচ্ছে,ভেজাল দানা বাঁধছে
ফুঁসছে,নিজেরা নিজেদের লয়ে খেলছে!
সামনে নির্বাচন, অবস্থা বেগতিক
এলাকায় চরম দলীয় বিভেদ
নিশ্চিত বিজয় ভেবে
প্রার্থী ,তিন,চার,পাঁচ,ছয় একের অধিক।
৭-১০-২০১৮
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২