ক্ষমা করো হে কবি নজরুল
-মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।
বিদ্রোহী কবি নজরুল তুমি আছ ,
প্রানের মনি কোঠায় ,তরুণ তরুনীর ভালবাসায়
,খোদার প্রেমে ,নবীর প্রেমে ,
ঈদের খুশিতে, অন্যায়ের প্রতিবাদে
তুমি আছ তুমি থাকবে চির কাল ।
হে কবি নজরুল ,
লিখেছো কবিতা ,লিখেছো গান ,সবাই শুনছে ,
শুনবে যুগের পর যুগ হয়ে ব্যাকুল।
গেয়েছ গান, গেয়েছ রঙ সঙ্গীত ,
লেখায় আর গানে কবিতায় স্লোগানে ,
নাড়িয়েছ ইংরেজের ভিত।
অনুপ্রেরণা তুমি আমার কবিতার ,
কবিতায় হই বিদ্রোহী ,
রাস্তায় ,মাঠে-ময়দানে পারি না,
কলমে অন্যায়ের প্রতিবাদ করি।
শিখিয়েছ প্রেম, শিখিয়েছ ভালবাসা ,
বেসেছিলে ভালো এ দেশেকে,
ক্ষমা করো গুরু ,ক্ষমা কর কবি ,
যোগ্য সম্মান দিতে পারি নাই তোমারে।
জেলে থাকিয়া করিয়াছ প্রতিবাদ, লেখা আর গানে ,
অস্ত্র হাতে লড়িয়াছ সমরাঙ্গনে।
ইংরেজ বেনিয়া বুজেছিলো রুখতে হবে তোমারে ,
রেখেছিলো ষড়যন্ত্রের জালে বাঁধিয়া
ছিলে যে কটি বছর নির্বাক !
তোমার লেখা থেকে বঞ্চিত জাতি,
রাজনীতির আবর্তে আজো খাচ্ছে ঘুরপাক।
ইসলামী সঙ্গীতে আল্লাহর গুন গান নবীর মহিমা ,
করিয়াছ বর্ণনা সুরে তালে মিলাইয়া,
কৃতজ্ঞ আমি তোমার কাছে গুরু ,ভাষা জ্ঞান নাই ,
ব্যাকরণ জানিনা , লিখি পদ্য , লিখি গদ্য লাজ শরম রাখিয়া!
পর পারে দেখা হবে হয়তো ,কবিতা লিখি আমি,
তোমারি ভক্ত তাই বলিয়া ,হে কবি লিখেছিলে সাম্যের গান ,
গেয়েছিলে প্রেমের কবিতা ,
তুমি আছ সদা জগ্রত তোমার কবিতায় কবিতার পংতি মালায়
বেঁচে আছো গানে ,থাকবে কোটি মানুষের হৃদয়ে
যতদিন রবে এই পৃথিবী।
হে কবি নজরুল ক্ষমা করো ,
আমাদের মাঝে আজো হচ্ছে না সাম্যের বন্ধন,
নেই সৌহার্দ ,নেই সম্প্রীতি।
আমাদের শিশু কন্যা হচ্ছে ধর্ষিতা, সন্তার্স চাঁদা বাজি লুট
ক্ষমতার দাপট ,অহংকার ছেয়ে গেছে হৃদয়ের মাঝে।
ময়লা স্তুপে পাওয়া যায় পঁচা লাশ,হাড় ,কঙ্কাল,মাথার খুলি ,
হে কবি ক্ষমা করো ,
তোমার কবিতার মুল্য দিতে পারি নি বলে,
তোমার গানের মর্ম কথা হৃদয়ে লালন করতে পারিনি বলে
ক্ষমা করো “হে কবি নজরুল”।
সিঙ্গাপুর।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:১৩