নিঃশব্দের প্রকাশভঙ্গি
আদি থেকে অন্তে,যা চলে জীবনের সমান্তরালে
প্রত্যুষে মধ্যাহ্নে অপরাহ্নে সায়াহ্নে রাত্রির নিভৃতে
জাগরনে উচ্চারণে প্রকাশ্যে চিৎকারে উল্লাসে স্পন্দনে
পলকে বিবরণে দ্রোহে বিদ্রোহে সৃষ্টিতে ধংব্সে
বিমোহিতে আগ্রহে ব্যাপকতায় বিন্ন্যাসে বিস্ফোরনে
লৌকিকতায় প্রার্থনায় আহবানে প্রয়োজনে সৌখিনতায়
শীৎকারে সমাপ্তিতে জায়নে বিয়োজনে……….
তাহাই শব্দ , যা ছাড়া সবকিছুই চিন্তার অতীত ৷ আমরা সেলুলয়ডের পর্দায় নির্বাক চলচ্চিত্রের কথা অনেক শুনেছি, কিন্তু ডায়লগবিহীন শব্দভিত্তিক চলচ্চিত্রায়ন কমই হয় ৷ এইধরনের দুটি চলচ্চিত্রের সংক্ষিপ্ত পর্যালোচনাঃ
Le Quattro Volte (2010)
জীবনের চারটি ধাপ জন্ম-যৌবন-পৌঢ়ত্ব-মৃত্যু দার্শনিক উপস্থাপনায় ফুঁটে উঠেছে এই ছবিটিতে ৷ চারা থেকে মহীরুহ তারপর কয়লায় রূপাত্তর এবং নতুন চারার জন্ম- এই উপজোব্যে দৃশ্যায়ন ঘটে ইতালির কালাভ্রিয়ার পাহাড়ী উপত্যাকার লোকেশনে ৷ একজন পৌঢ় রাখালের জীবনচক্র নিয়ে ঘটনাপ্রবাহ যার রুপান্তর ঘটে শাবক ছাগশিশু ও বৃক্ষের জীবনের সমান্তরালে ৷ সত্যি কথা বলতে কি, এই ধরনের ছবির রিভিয়্যু করা প্রায় অসম্ভব, নিজ চোখে দেখার ও ঊপলব্দির আমন্ত্রণ রইল ৷
ট্রেইলার
টরেন্ট
Hukkle (2002)
"Life death hiccups"
যদিও ছবিটির genre ক্রাইম ড্রামা মিষ্ট্রি বস্ততঃ ডায়লগবিহীন এক অনবদ্য মাস্টারপিস ৷ হাঙ্গেরীর বিখ্যাত পরিচালক György Pálfi-র নিজস্ব চিত্রনাট্যে আসলে কিছু অপরাধচিত্র তুলে ধরা হয়েছে ৷ May be or may be not থিমভিত্তিক প্রত্যন্ত অঞ্চলের জীবনালেখ্য তুলে ধরা হয়েছে এ ছবিতে যার চরিত্র শুধু মানুষই না পশুরাও বাড়তি পাওনা হাঙ্গেরীর লৌকিক পর্যায়ের গান শোনা ৷এমনকি জলজ প্রানীও অন্তর্ভূক্ত ৷সব শেষে একটা কিন্তুও রয়ে যায়-যার শুরু এক বৃদ্ধের হেচকি্ দিয়ে ৷আরেকটি বৈশিষ্ট্য এ ছবির শব্দগ্রহণ ও মিউজিক কম্পোজিশন-যা উপভোগ্য হবে সবার জন্য ৷
ইউটিউব লিঙ্ক
টরেন্ট
উপরের দুটি বিদেশী মুভি হলেও সাবটাইটেল প্রয়োজন নাই ৷
*___**___**___**___**___**___**___**___**___**___