# গত ম্যাচে ৪৮ বল হাতে রেখে ৯ উইকেটে জেতাটা "by wickets" এবং "by balls" ২ দিক থেকেই T20 ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় বিজয়।
# ৪৮ বল থাকতেই ৯ উইকেটে হারা "by wickets" এবং "by balls" দুই দিকথেকেই T20 ইতিহাসে আফগানিস্তান এর সবচেয়ে বড় পরাজয়।
# আফগানিস্তান এর মাত্র ৭২ রানে অলআউট হওয়াটা ICC World Twenty20 ইতিহাসের ৩য় সর্বনিম্ন স্কোর এবং Twenty20 Internationals ইতিহাসের ৭ম সর্বনিম্ন স্কোর।
# ৭২ রানে অলআউট আফগানিস্তান এর T20 ইতিহাসের সর্বনিম্ন স্কোর তো বটেই সেই সাথে এটা হোল যে কোনো দলের বাংলাদেশের বিরুদ্ধে T20 ইতিহাসের সর্বনিম্ন স্কোর।
এক ম্যাচেই এত্ত এত্ত রেকর্ড
এখনও তো পুরা বিশ্বকাপ পইরা আছে
সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই ম্যাচ থেকেই কিন্তু বিশ্বকাপের রেকর্ড গণনা সুরু হয়ে গেছে। তাই বাংলাদেশ কিন্তু সুপার টেন এর বড় ৮টা দল থেকে ৪টা ম্যাচ বেশি পাচ্ছে।
সেই হিসেবে কোন কারনে বাংলাদেশ যদি ফাইনাল পর্যন্ত যেতে নাও পারে তারপরেও বড় বড় রেকর্ডগুলো হাতিয়ে নেয়ার সুযোগ আমাদের থেকে যাচ্ছে যেমন সার্বাধিক রান, সর্বাধিক উইকেট, এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান আর উইকেট ইত্যাদি ইত্যাদি।
কোয়ালিফাই রাউন্ড শাপে বর হইছে