"When life give you lemons, make lemonade."
মেলানি উইলহাইড নামক একজন ফটোগ্রাফার ঠিক তাই করেছিলেন। গতবছরের শুরুর দিকে এক চোর তার বাড়িতে ঢুকে তার ল্যাপটপটি চুরি করে নিয়ে যায় যাতে কিনা তার বহুদিনের তোলা ছবি এবং তার ভবিষ্যতের বেশ কিছু ফটো এক্সিবিশান এর মেটারিয়াল রক্ষিত ছিল। এতো সখের ও কষ্টের কাজ চুরি হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পরেছিলেন তিনি। ফলে সেটা খুঁজে দিতে পুলিশের পিছে উঠেপড়ে লাগলেন। বেশ কিছুদিন চেস্টার পর তার ল্যাপটপটি চোরের কাছ থেকে উদ্ধার করতে সমর্থ হন পুলিশ।
ল্যাপটপ তো পাওয়া গেলো, কিন্তু ছবিগুলো? এরি মধ্যে চোর মেলানির পুরা হার্ড ড্রাইভ মুছে ফেলে নিজের কাজে ব্যাবহার করছিলো। উপায় না দেখে কিছু ডাটা রিকভারি এক্সপার্ট এর শরণাপন্ন হলেন মেলানি। তারা অনেক চেষ্টা করে কিছু পরিমান ডাটা খুঁজে পেলেন যা কিনা পুরোপুরি অক্ষত অবস্থায় নেই। চোরের ইউস করার ফলে আগের ডাটার সাথে নতুন ডাটা ওভাররাইট হয়ে ছবিগুলো নষ্ট হয়ে গেছে।
কিন্তু সেই নষ্ট হয়ে যাওয়া করাপ্টেড ছবি গুলো রিকভারের পর বের করা হোল তখন মেলানি একটু অবাক হলেন। ডাটা ওভাররাইটগুলো খুব অদ্ভুত এক সৌন্দর্যের সৃষ্টি করেছে। তার হাতেও সেই মুহূর্তে এক্সিবিশন এর জন্য নেই কোন ছবি। তিনি চিন্তা করলেন এই ছবিগুলো দিয়েই নেক্সট এক্সিবিশনটা করবেন। করলেনই ঠিক তাই যা কিনা তখনকার সময়ে খুবই বিখ্যাত একটি এক্সিবিশন হয়েছিলো। এক্সিবিশনের নামও তিনি দিয়েছিলেন যে ছর তার ছবিগুলো চুরি করেছিলো তার নামেই।
নাম দিলেন "To Adrian Rodrigaz with love"।
তার ল্যাপটপ থেকে উদ্ধার করা মজার কিছু করাপ্টেড ছবি দিয়ে দিলাম।