হৃদয়ে বলা যায় একরকম রক্তক্ষরণ ঘটিয়ে চলে গেলেন মান্না দে। শৈশব কেটেছে উনার গান শুনে। সঙ্গীত কি সেটা বুঝতে সিখিয়েছে উনিই। অসম্ভব ভক্ত ছিলাম উনার এবং আছি।
কিন্তু আজ ব্লগ সহ সামাজিক যোগাযোগের সাইটগুলোতে কিছু মন্তব্য দেখে আমি যারপরনাই হতাশ এবং আহত।
অনেকেই বলে বেড়াচ্ছেন ভারতীয় শিল্পীকে নিয়ে এতো বাড়াবাড়ি কেন?
নিচের এই মন্তব্যগুলো দেখলে বোঝা যায় জাতি হিসেবে চিন্তা চেতনায় আমরা কত নিচে নেমে গেছি। যাই হোক এই কুলাঙ্গারগুলার কথা আর নাই বলি।
কিন্তু একটা কথা বলতেই হয় সেটা হোল আমি মনে করি সঙ্গীতের কোন দেশ, জাত, কাল, ধর্ম নাই। সুর হোল আত্মার ভাষা, হৃদয়ের ঔষধ। গীটার এর ৬ টি তারের কিন্তু কোন আলাদা ভাষা নাই, সঙ্গীতের ভাষা একটাই। যে সুর হৃদয় ছুয়ে যাবে তার কাছেই মাথা নত করা যায়। দেশ, ভাষা চিন্তা করে সঙ্গীত ভালোবাসা যায় না। একজনের ব্যাক্তিগত ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে যে সে হিন্দি গান বা হিন্দি গায়ক দেখতে পারেনা, সেটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু শুধুমাত্র ভারত রাস্ত্রটাকে দেখতে পারিনা বলেই ভারতীয় সঙ্গীতও দেখতে পারিনা এই ব্যাপারটা খুবই lame ও দুঃখজনক।
দ্বিতীয় আরেকটি ব্যাপার হচ্ছে গুণীর কদর করা আমরা আজো শিখিনি। গুনি লোক যে ধর্ম, দেশ, ভাষারই হোক না কেন তাকে সম্মান দেখাতেই হবে। সম্মান দিতে জানলেই কেবল সম্মান পাওয়া যাবে, নয়তো নয়।
হৃদয়ে মান্না দে ছিলেন, আছেন, থাকবেন। কুলাঙ্গারদের কথায় তিনি মরে যাবেন না।