অনেকসময়ই আমরা মুভির genre নিয়ে খুব confusion এ পরে যাই। কোন মুভি কোন Genre এ ফেলবো বুঝে উঠতে পারিনা। তাই আসুন দেখে নেই বিভিন্ন genre গুলোর সংজ্ঞা। এই ব্যাপারে American Film Institute(AFI) এর দেয়া সংজ্ঞাগুলোই পৃথিবীব্যাপী সবথেকে বেশী গ্রহণযোগ্য। AFI এর দেয়া কিছু সংজ্ঞাই আমি এখানে তুলে ধরছি। সবগুলো হুবহু অনুবাদ করছি না। সহজভাবে বোঝানোর জন্য থিম ঠিক রেখে নিজের মতো করে লিখছি।
#Animation: যদি কোন মুভির চিত্রগুলো প্রাথমিকভাবে কম্পিউটারের মাধ্যমে বা হাতে এঁকে তৈরি করা হয় এবং ক্যারেক্টারগুলোর ভাষা পরে কোন অভিনেতা কতৃক দেয়া হয় তাহলে সেটাকে animated genre এর মধ্যে ফেলা যাবে।
#Fantasy : Fantasy হোল সেই অবস্থা যখন কোন মুভির এক বা একাধিক চরিত্র অবাস্তব, কাল্পনিক বা মনগড়া কোন দৃশ্য তৈরি করে বা তার মধ্যে বসবাস করছে বলে মনে করে অথবা এমন কোন অবস্থার সম্মুখিন হয় যা কিনা natural world এর নিয়ম ছাপিয়ে এর বাইরে কোন কাল্পনিক বা অতিকাল্পনিক ঘটনার সৃষ্টি করে।
#Gangster: যখন কোন সঙ্ঘবদ্ধ অপরাধজগত বা ভাসমান সন্ত্রাসীদের কেন্দ্র করে ২০ শতকের পটভুমিতে কোন চলচিত্রের কাহিনী গড়ে ওঠে তখন সেটাকে এই genre এর মধ্যে ফেলা যায়।
#Science fiction: বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বা এদের ব্যাবহার করে যে কল্পকাহিনীমুলক বা বাস্তবধর্মী চলচিত্র বানানো হয় সেগুলোই sci-fi হিসেবে পরিচিত।
এই sci-fi genre টা আজকাল খুব confusion create করে। অনেকে modern বিভিন্ন technology যে সব মুভিতে ব্যাবহার করা হয়েছে সেগুলোকেই sci-fi genre এ ঢুকিয়ে দেন। মনে রাখতে হবে এই genre এ science এর মাধ্যমে fiction তৈরি করতে হবে। অর্থাৎ অনেকটা এরকম বলা যায় science ব্যাবহার না করে এই মুভির কাহিনী আগানো সম্ভব নয়।
যেমন ধরুন MI4 এ বিভিন্ন modern tech ব্যাবহার করা হয়েছে। বা সাম্প্রতিক বন্ড মুভিগুলোর কথাই চিন্তা করুন। কিন্তু এই মুভিগুলোর কাহিনী কিন্তু science এর উপর নির্ভর করে গড়ে ওঠেনি। এগুলোকে তাই ঐভাবে sci-fi বলা যায়না। কিন্তু ধরুন Iron man 3 অনেকটাই বিজ্ঞাননির্ভর। মুভির প্রধান বিষয়ই হোল Iron-man এর scientific প্রতিভা ও বুদ্ধি যাকে ব্যাবহার করে সে গড়ে তুলেছে তার suit ও ইত্যাদি। তাই এটাকে নির্দ্বিধায় sci-fi কোটায় ফেলে দেয়া যায়।
#Western: বিংশ শতাব্দীর পূর্বে new frontier এলাকা বা আমেরিকার পশ্চিম অংশের মানুষের জীবনযাত্রা, সংগ্রাম ও রাজনীতির পটভূমিতে নির্মিত ছবিগুলো এই genre এর অন্তর্ভুক্ত।
#Sports: কোন চলচিত্রর মুখ্য চরিত্রগুলো যদি কোনভাবে কোন খেলাধুলা, প্রতিযোগিতা বা ক্রীড়াসংক্রান্ত কিছুর সাথে জড়িত থাকে যা কিনা মুভির মূল কাহিনীর কোন গুরুত্বপূর্ণ অংশ হয় তখন সেই মুভিকে sports genre এর ভিতরে ফেলা যায়।
#Mystery: মুভিতে কোন চরিত্র, ঘটনা বা চিন্তাধারা নিয়ে যদি রহস্যপূর্ণ কোন পরিবেশ সৃষ্টি হয় তবে তাকে এই Genre এর মাঝে ফেলা যায়।
#Romantic comedy: যখন কোন মুভিতে প্রেমের বিকাশ হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়।
#Courtroom drama: যখন আইন, বিচারব্যাবস্থা বা কোন মামলা মুভির কোন গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে।
#Epic: এইটাকে এক কোথায় define করা মুস্কিল। প্রথম শর্ত হোল মুভির সেট অনেক বিশদ হতে হবে। অতিতের কোন ঘটনা বা কাহিনীর চলচিত্রায়ন থাকবে। একটা লম্বা সময়ের কাহিনী বর্ণিত হবে। কাহিনীর পরিধি হবে অনেক বিস্তৃত।
#Dark comedy: যখন খুব গুরুত্বপূর্ণ ও সিরিয়াস কোন কাহিনী, তত্ত্ব, তথ্য বা বার্তা হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়। সেটা ব্যাজ্ঞাত্তকভাবেও (satire) পরিবেশিত হতে পারে।
যেমন চার্লি চ্যাপলিনের The Great Dictator (1940) ছবিটিতে ২য় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসিবাহিনীর নৃশংসতা হাস্যরসের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে।
আপাতত এইতুকুই। পরে আরেকদিন আরও বিস্তারিত লেখার চেষ্টা করবো।
মুভি সম্পর্কিত যে কোন তথ্য জানতে ও জানাতে আমাদের সাথে যোগ দিন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫২