অপরাধ ও অপরাধী সম্পর্কে এবার সরাসরি পুলিশকে তথ্য দিতে পারবেন রাজধানীতে বসবাসরত সর্বস্তরের মানুষ। এ জন্য ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে খোলা হয়েছে ‘সিটিজেনস সেফটি সেন্টার’ (জননিরাপত্তা কেন্দ্র)।
গত কয়েকদিনে জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কেন্দ্রটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।
পুলিশ কমিশনার বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর ও এতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। অপরাধীরা এভাবে জনমনে ভীতি সঞ্চারের জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং সার্বিক নিরাপত্তার রক্ষার জন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে সেফটি সেন্টার খোলা হয়েছে।
বেনজীর আহমেদ বলেন, অপরাধীরা কোনো না কোনো পাড়া বা মহল্লায় বসবাস করে। তাই শান্তিপ্রিয় নগরবাসী সার্বিক নিরাপত্তার লক্ষ্যে ফোনে বা ফ্যাক্সে অথবা ই-মেইলে যোগাযোগ করে ওই অপরাধীদের সম্পর্কে তথ্য দিতে পারবেন। তথ্য পাওয়া মাত্রই পুলিশ কার্যকর ব্যবস্থা নেবে।
কমিশনার নগরবাসীর কাছে অপরাধ ও অপরাধীদের ব্যাপারে সেফটি সেন্টারে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও কমিশনার জানান।
তথ্য পাঠানোর ঠিকানা :
ই-মেইল: [email protected] / [email protected]
মুঠোফোন নম্বর: ০১১৯২-১১১১২৩, ০১১৯২-১১১১২৪, ০১১৯২-১১১১২৫, ০১১৯২-১১১১২৯, সরাসরি ফোন: ৯৩৬১০১৬, ডিএমপি ফোন নম্বর: ৯৯৯-২৪৯৩, ফ্যাক্স নম্বর: ৮৩৩৩৩২৮''
অতএব জামায়াত-শিবিরের সহিংসতা দর্শকের ন্যায় না দেখে অথবা চুপ করে না থেকে এদের রুখে দিন।
এদের রুখে দেবার সময় এখনি।
আপনার কোন হয়ত বা বাঁচিয়ে দিতে পারে বহু প্রাণ ও সহিংসতা ,হয়ত বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এদের সমূলে উৎপাটন করতে।
আপনার এলাকায় বা পরিচিত এইসব জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকলে এখনি পুলিশ কে জানিয়ে সাহায্য করুন।
নিজে একজন গর্বিত ও দায়িত্ববান নাগরিক হিসেবে বাঁচুন দেশ ও জাতির কল্যানে আর অন্যের জীবনের নিরাপত্তাও নিশ্চিত করুন।
"এই বাংলার মাটিতে জামায়াত-শিবির-রাজাকারের ঠাই নাই"_________আমাদের পরবর্তী প্রজন্ম যেন গর্ব করে এই কথা বলতে পারে তাদের জন্য সেই সোনার দেশ গড়বার লক্ষ্য বাস্তবায়িত করুন।
জয় আমাদের হবেই।
জয়________________________________________বাংলা
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩