এক নজরে কাল তাণ্ডবের চৌম্বক ঘটনাবলীর বিবরণ :
ঢাকা : বায়তুল মোকাররম মসজিদে নামাজের জন্য পাতা গালিচায় আগুন এবং মসজিদের ভেতর থেকে গুলি ও জুতা নিক্ষেপ।
চট্টগ্রাম : প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চের ব্যানার-ফেস্টুন ও ভাস্কর্যে আগুন ও ভাঙচুর ও এই তাণ্ডব শুরুর আগে "পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান দেয়া হয়।
সিলেট : কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা চালিয়ে ভাঙচুর ও শহীদ মিনারে অবস্থিত গণজাগরণ মঞ্চে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।এতে পুড়ে যায় ২১শে ফেব্রুয়ারিতে শহীদদের উদ্দেশ্যে দেওয়া ফুল।
নোয়াখালি : সোনাইমুড়িতে পাকিস্তানের পতাকা নিয়ে শিবিরের মিছিল।
** জাতীয় পতাকায় আগুন দেওয়া হয় চাঁদপুর,পাবনাসহ বিভিন্ন স্থানে।
** শহীদ মিনার ভাংচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয় সিলেট ও ফেনীতে।
এছাড়া যেসব স্থানে গণজাগরণ মঞ্চ ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে :-
সাভার,নারায়নগঞ্জ,আশুলিয়া,রাজশাহী,বগুড়া,গাইবান্ধা,জয়পুরহাট,মেহেরপুর, বরিশাল,পটুয়াখালী,কুড়িগ্রাম,ফেনী মৌলভীবাজার, চাঁদপুর, পাবনা, ফেনী, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, নাটোর, হবিগঞ্জ,সুনামগঞ্জ,ছাতক,মৌলভীবাজার, সিলেট,গোপালগঞ্জ,গাজীপুর,চট্টগ্রাম,পাবনা,সিরাজগঞ্জ,মুন্সিগঞ্জ,ফরিদপুর,রাজবাড়ী,বাগেরহাট,খুলনা সহ শতাধিক স্থানে।
____এখন আমার প্রশ্ন : এরপরেও কি কোন বাঙালি চুপ থাকতে পারে??এরপরেও কি আর বসে থাকা যায়??এরপর এইসব পাকিস্তানি জারজেরা আর কিসের দোহাই দিয়ে বুঝাবে মানুষকে??
ধর্মের নামে আমাদের পবিত্র মসজিদকে এইভাবে অপমান করেছে তারা।
দেশে রাজনৈতিক দলের লেবাস পড়ে দেশের পতাকা পুড়িয়ে দিয়েছে,শহীদ মিনার ভেঙ্গেছে,আগুন লাগিয়ে দিয়েছে শহীদদের স্মরণে দেওয়া ফুলে।
দেশে থেকে দিচ্ছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান,পাকিস্তানের পতাকা উঁচিয়ে মিছিল করছে!!
ধর্মীয় চেতনা,জাতীয় চেতনা___কোনটাই তো আর আঘাতপ্রাপ্তি থেকে বাদ যায় নি।তাহলে যারা এখনও গণজাগরণের বিরুদ্ধে যাচ্ছেন তাদের মিথ্যা প্রচারনায় বা নিজেরাই বিভিন্নভাবে অপচেষ্টা করছেন এই গণজাগরণ বানচালের তাদের চেহারা ও অন্তর্নিহিত বাসনা জনগণের কাছে আজ পরিষ্কার ও সুস্পষ্ট।
আজ তারাই একাত্ম ও রাজপথে নেমেছে যাদের দেহে পাকিস্তানের দূষিত রক্ত নয় বরং শহীদের পবিত্র রক্ত বহমান,যাদের মা-বোন ইজ্জত হারিয়েছে এই দেশের স্বাধীনতা আনতে,স্বাধীন পতাকা পতপত করে উড়াতে।
জাতির কাছে এদের প্রশ্নবিদ্ধ "জন্ম" এখন খোলাসা হয়ে গেছে।তারা পাকিস্তানি জারজ।তাদের মা '৭১-এ ইজ্জত হারায়নি বরং পাকিস্তানীদের কাছ থেকে "পরম সুখ" পেয়ে তাদের মত এমন জারজদের জন্ম দিয়েছে এই দেশে।
'৭১-এও তারা একই কাজ করেছিল,৪২ বছর পরেও তাদের চেহারার পরিবর্তন হয়নি।এরা মুখোশধারি।২০১৩ তে এসেও এরা আবার '৭১-এর নোংরা চাল বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর।
কিন্তু লাভ নেই।'৭১-এ জয় আমাদের হয়েছিল এবারও জয় আমাদের হবেই।
তাদের হুংকার দিয়ে বলতে চাই,
"আমার সোনার বাংলা,
আর পাকিস্তান হবে না।"
"জামাত-শিবির-রাজাকার,
এই মুহূর্তে বাংলা ছাড়।"
জয়______________________________________বাংলা
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২