আজকে ষোড়শী(ক্লোজআপহাসি) । কোন মেয়ের বয়স নয়, নতুন চাকরীর। বসের অপেক্ষায়, তিনি আসিলেই ফুটবো। খুব মিস করছি ব্লগ লাইফ। অফিসের বাইরে অফিস, বাসায় অফিস না নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প থেকে এতো অল্পতেই টলে যাওয়া বা পরিশ্রমে ক্লান্ত শরীরের অক্ষমতায় প্রেমিকাকে সময় দিতে না পারার গ্লানি.....কোনটা ছেড়ে কোনটা ধরবো এটাতেই হাবুডুবু খাচ্ছি কেন জানি!
গুলশানের পুরনো আমলের এক হাইরাইজ বিল্ডিং এর রুফটপে দাড়িয়ে যখন নীচের দিকে তাকাই, মনে হয় বসুন্ধরার ক্যাফে সোসাইটির ছাদে; সেই একই আমি; হাতে কফি, মুখে হাসি...কিন্তু মাথায় বিল্টইন টার্গেট এর চিন্তা, প্রেমিকা নয়-আড্ডা নয়।
নাহ হতাশা নয়; নস্টালজিয়া! এটাই বোধহয় ভবিতব্য। সব কিছু ভুলে দৌড়াও, ইদুর দৌড়। সব ছাড়ো, সব। ছুটির দিনটাকেও ব্যস্ততার শিডিউল দাও; সব কিছুই যে করতে হবে! অলরাউন্ডার! এভাবেই চলে যাবে আগামী কয়েক দশক। সময়ের আগে দৌড়ানো, সাফল্য; আর প্রফেশনাল জেলাসির বরমাল্য।
শাহেনশাহ! তুমি আটকে গ্যাছো..তুমি জালে ফেসেছো।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৭ সকাল ৯:২৭