সবুজ মলাটের বইটা হাতে নেওয়ার আগ পর্যন্ত প্রচন্ড রকমের উচ্ছসিত ছিলাম। অস্বীকার করব না যে এর কিছুটা আমার নিজের লেখা ছাপার অক্ষরে দেখার লোভ ও ছিল। কিন্তু সারপ্রাইজড হলাম না। অর্থাৎ আমার লেখা নাই। তথাপিও বইটা মৃদুল প্রকাশনী থেকে কিনে আনলাম।
বইটা সত্য বলতে এখনো পুরোপুরি পড়ে শেষ করতে পারি নাই। মূল যে সমস্যাটা দেখছি, তা হলোঃ
1. 28 পৃষ্ঠার মধ্যে 66 পৃষ্ঠাই ড: ইউনুস সম্পর্কিত।
2. সূচীপত্রে লেখকের নাম নাই।
3. বেশ কিছু মক্তব্য (যা বইয়ে লেখা আছে প্রাসঙ্গিক আলোচনা নামে) বাহুল্য হিসাবে এসেছে। যদিও সম্পাদনা পরিষদ বলেছেন যে "..., কেবল অপুষ্টিজনিত মক্তব্যগুলো ঝরে পড়েছে"।
4.'প্রাণজলতা 'ঘাটতি পেয়েছি, হয়তো সময়ের অভাবের কারনে।
5. ফন্টের খেলা থাকলে অর্থাৎ হেডিং গুলো আলাদা ফন্ট; গাঢ়, ইটালিক হলে বোঝা যেত কোনটা মুল লেখা এবং কোনটা মক্তব্য।
6. খারাপ কথা বইয়ে এসেছে। আমার একান্ত ব্যক্তিগত মতে এটা পরিহার কড়ার চেষ্টা করতে পারলে ভালো হতো।
7. আমার বইয়ের প্রায় 4পৃষ্ঠা নাই!
একটি মাত্র লেখা ছাপা হয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তন বিষয়ে। যদিও েটার আলোচনা ছিল দীর্ঘ। প্রায় সবগুলোই হয়তো এসেছে। মূল পোস্টের লিঙ্কটা দিলে সুবিধা হতো। তথাপিও যে চেষ্টা হয়েছে তা প্রশংসার দাবি রাখে। আমার তরফ থেকে 'হ্যাটস অফ্'!
মূলতঃ ব্লগ অত্যন্ত লাইভ একটি প্ল্যাটফর্ম। এটা বইয়ে আনতে হলে তার স্পিরিট অনেকাংশে কমে যায়। যার জন্য অন্য আনুষঙ্গিক বিষয়ে একটু অধিক যত্নশলীল হলে আমার মনে হয় তা আরো দৃষ্টি কাড়তো। সময়সল্পতা আমরা বুঝছি, কিন্তু সাধারন পাঠক একে দায়সারা ভাবতে পারেন।
আর কথা বাড়াবো না; হয়তো তাতে অনেকে রাগ করতেও পারেন বা এটাকে নাক গলানো ও ভাবতে পারেন। তবে একদম দিলের ভেতর থেকে বলছি; এ প্রচেষ্টা আরো চাই। বার বার চাই। কিছু ত্রুটি থাকবেই; তা মেনে নিলে মূল রসের ঘাটতি পূরন করবে বলেই আমি বিশ্বাস করি। ও হ্যা, বইয়ের বাইন্ডিংটা মজবুত হওয়া উচিৎ ছিল।
এবার সূচিপত্রঃ
ডঃ ইউনুস ও নোবেল বিতর্ক 8-66
1.বাঙালির গর্ব ডঃ ইউনুস- আনিসউজ্জামান উজ্জল।
2. ডঃ ইউনুসের দাদন ব্যবসা বনাম বাঙালি মনোভাব- এস এম মাহবুব মোর্শেদ।
3. অধ্যাপক ইউনুসঃ প্রভূভক্তির স্বীকৃতি মিললো অবশেষে- বাকী বিল্লাহ।
4. নোবেল নিয়ে ফাউ বিতর্ক কেন? খোলা মনের কিছু ধারণা- রেজওয়ানুল হক জামি।
5.গ্রামীন টেডি মহাজন, আবু চাচা ও করিমন বেওয়ার গল্প- জামাল ভাষ্কর।
6. নাকের বদলে নোবে ল পেলাম- মুখফোড়।
7.ইউনুস সাহেবের নোবেল ও কিছু প্রশ্ন- শিবলি নোমান।
8. ইউনুস সাহেব ও মুদ্্রার অন্য পিঠ- জামাল ভাস্কর।
9. অভিনন্দন মুহাম্মদ ইউনুস- অপবাক
10. ড. মুহাম্মদ ইউনুসঃ আপনি আমাদেড় এভাবে অপমান না করলেও পারতেন- আজকাল।
11. ইউনুস বন্দনা করি সবে একদিন বাংলাদেশে ভোর হবে- রাসেল ( ........)
12. কাবুলিওয়ালা- কনফুসিয়াস। (কোন কমেন্ট নাই)
ধর্মনিরপেক্ষতা 60-78
1. ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রের খৎনাঃ শিশুর সাথে আলাপচারিতা- আরিফ জেবতিক।
2. ধর্মনিরপেক্ষতা সম্পর্কে তালাল আসাদের বক্তব্য- অন্যমনষ্ক শরৎ।
3. ধর্মনিরপেক্ষতাঃ সুবিধাবাদিদের নির্লজ্জ হাতিয়ার* আস্তমেয়ে।
ধর্মীয় আইন ও ফতোয়া 79-90
1.একটি ধর্ষনের বানানো গল্প। সব সমস্যার খুজে পাওয়া সমাধান- হাসান মোরশেদ
ইশ্বর চিন্তা 97-117
1. ইশ্বর স্বপ্নে এসে কথা বলেছেন নাকি স্বপ্নে ইশ্বর কে কথা বলতে দেখেছি- শোহেইল মতাহির চৌধুরী ।
2. এক ভাষাবিদ ইশ্বর ও ব হুভাষাবিদ শহীদুল্লাহ্ কে বেশী ক্ষমতাবান??- অপবাক
জাতীয় সংগীত প্রসঙ্গ- 118-128
জাতীয় সংগীত পরিবর্তন- তেলাপোকা
প্রথমবার েচষ্টা করলাম রিভিউর; ভুল হলে ক্ষমা চাইছি।
আর একটি প্রশ্ন ছিল; প্রকাশকই কী রাসেল( ........) ?