মধ্যম বাজেটের (১৯-২৩ হাজার টাকা) কিছু সেরা স্মার্ট ফোন যা হয়তো আপনার মধ্যবিত্ত জীবনটাকে করবে আরেকটু সহজ , সুন্দর বা একটু স্মার্ট।
বাজারে অনেক রকম ফোনের ভিড়ে যখন আপনি খেই হারিয়ে ফেলেন , এই ভেবে যে আপনের জমানো টাকা দিয়ে কেনা ফোনটি কেমন হবে ? অনেক দিন যাবে তো ? বা এই টাকায় সবচেয়ে ভাল ফোন কোনটি হবে ? আবার ভাল একটা ব্রান্ড হলে ভাল হতো আরও কত কি !!
আজ আমরা ঠিক এই প্রশ্নের সঠিক উত্তর খোজার চেষ্টা করেছি। চলুন দেখেনেই আমাদের সাধ ও সাধ্যের সমন্বয়।
OPPO F1
Oppo F1 ফোনটি বাজারে আশা মাত্রই ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এর সম্পূর্ণ মেটালিক ডিজাইন দিয়ে যা একই সাথে অনেক পাতলা ও দৃষ্টিনন্দন। মূল্য ২১,৮০০ টাকা
Huawei GR3
বর্তমানে Huawei অনেক ভাল কিছু মেটালিক ফোন বাজারে । GR3 হল Huawei এর সবচেয়ে কম বাজেটের মেটালিক ফোন। মূল্য ১৯,৯০০ টাকা
LG Class/Zero
সম্পূর্ণ মেটালিক ডিজাইনে তৈরি, LG Class অনেক সুন্দর এবং অভিজাত একটি ফোন। মূল্য ২১,৯০০ টাকা।
বিস্তারিত এখানে
Samsung Galaxy J5 2016
Samsung এর অন্যতম জনপ্রিয় ফোন Galaxy J5 এর ২০১৬ সংস্করণ আতি। সুন্দর Super AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি সাথে বড় স্ক্রীন আর কি চাই !! মূল্য ২১,৯০০ টাকা। বিস্তারিত এখানে
OnePlus X
OnePlus অনেক দ্রুতই আলোচনায় এসেছে তাদের ভিন্নধর্মী প্রচারনা, সাশ্রয়ী দাম ও উদ্ভাবনী ক্ষমতা দিয়ে। আর OnePlus X ফোনটি সেটাই প্রমান করে। মূল্য ২৩,৫০০ টাকা। বিস্তারিত এখানে
Motorola Moto G 3rd Generation
Motorola এর অন্যতম জনপ্রিয় সিরিজ Moto G এর তৃতীয় সংস্করণ। এটি একমাত্র সাশ্রয়ী ফোন যা পানি ও ময়লা প্রতিরোধী। মূল্য ১৯,৫০০ টাকা। বিস্তারিত এখানে
Microsoft Lumia 650
যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম খুঁজছেন, তাদের জন্য লুমিয়া ৬৫০ হল দারুন একটা ফোন। মূল্য ১৯,৯০০ টাকা। বিস্তারিত এখানে
Xiaomi Redmi Note 3 Pro
যারা Xiaomi সম্পরকে জানেন না তাদের বলছি, মেটালিক বডির Redmi Note 3 Pro ফোনটিতে সর্বোচ্চ পরিমান সার্ভিস পাবেন সর্বনিম্ন দামে। মূল্য ২২,৫০০ টাকা। বিস্তারিত এখানে
Huawei GR5
যাদের একটু বড় পর্দার ফোন দরকার, তাদের জন্য Huawei GR5 অনেক ভাল একটা অপশন। এটিও সম্পূর্ণ মেটালিক সাথে ফিঙ্গারপ্রিন্ট ও 3GB RAM। মূল্য ২২,৯০০ টাকা। বিস্তারিত এখানে
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ দুপুর ২:১৫