বর্তমানে "অনলাইনে আয়" শব্দটি বেশ পরিচিত এবং প্রচলিত একটি শব্দ। আর এই সুবাদে গড়ে উঠেছে নানা প্রতারণাকারী প্রতিষ্ঠান। ইতোমধ্যে অনেকেই এসব
প্রতারণার শিকার হয়েছেন। অথচ একটু বুদ্ধি খাটালেই এসব প্রতারনার হাত থেকে নিজেকে রক্ষা করা যেত। সে যাই হোক আজকে আমি অনলাইন প্রতারণা নিয়ে কথা বলবনা বরং আমি নিজে কিভাবে অনলাইন বা ইন্টারনেট এর মাধ্যমে টাকা আয় করি সেটা বলব।
আমি অনলাইনে কাজ শুরু করি ২০০৭ সাল থেকে। শুরুটা মোটেও ভাল ছিলনা। সফলতা তখন মরিচীকা মনে হত। কিন্তু হাল ছাড়িনি। চেষ্টা চালিয়ে যেতে
থাকলাম এবং অবশেষে কাংখিত সফলতা আসল। সেই থেকে শুরু তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। যাই হোক, এখন আমি যেভাবে অনলাইনে টাকা উপার্জন করেছি এবং করছি তার আলোচনা করব।
১। নিজস্ব প্রোডাক্ট বিক্রি।
২। এ্যাফিলিয়েট মার্কেটিং।
৩। সাইট ফ্লিপিং।
৪। গুগল এ্যাডসেন্স।
৫। ফরেক্স ।
৬। ইনফোলিংকস ।
৭। বিডভার্টাইজার ।
৮। চিটিকা ।
এছাড়াও আমি আরো কিছু মাধ্যম থেকে আয় করেছি তবে এই মাধ্যম গুলোই বেশ ভালো। তবে বর্তমানে আমি উপরের প্রথম ৫ টি মাধ্যমেই টাকা আয় করে থাকি।
আজকে এই পর্যন্ত দিলাম। যদি পোস্ট টি আপনাদের ভালো লাগে এবং আরো বিস্তারিত জানতে চান তাহলে আগামি পর্বে আমি আলোচনা করব যে প্রতিটি পদ্ধতি ব্যবহার করে কিভাবে টাকা আয় করবেন।
আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন এই লিঙ্কে ।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৪ রাত ১১:৩৩