যখন শিবির পুলিশের উপর আক্রমন করেছে তখন কেউ পুলিশের পক্ষে কথা বলে নাই। তখন বিএনপি এই ঘটনার নিন্দা জানায়নাই। যখন পুলিশের সাথে শিবিরের সংঘর্ষে শিবির ও পুলিশ মারা গেল তখন বলা হল গনহত্যা যেখানে শিবির রাজাকারদেরকে রক্ষা করার জন্য সংঘর্ষে লিপ্ত। কিন্তু বিনএনপির কখনোই ভুলে যাওয়া উচিত হবে না ফুলবাড়িয়া হত্যাকান্ডের কথা। সেদিন আনসার কতৃক ২৬ জন নিরীহ জনতাকে হত্যা করা হয়েছিল। সেটা কি গনহত্যা ছিলনা?
আমরা যেমন বিএনপির অতীত কূকর্ম ভুলিনি তেমনি আওয়ামীলিগের বর্তমান কর্মকান্ডও ভুলবোনা। আমরা ভুলিনি বিশ্বজিতের হত্যাকান্ড, আমরা ভুলিনি শেয়ার বাজার ধ্বসের ঘটনা, পদ্মা সেতুর দূর্ণীতির কথা।
১৯৯৩ সালের ১০ অক্টোবর খালেদা জিয়া বলেছিলেন--"দেশ প্রেমিকরা হরতালের রাজনীতি করে না" অথচ আজ তারা একের পর এক হরতাল দিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। বিএনপির কথা অনুসারেই বলতে হচ্ছে--"বিনএনপি কি আসলেই দেশপ্রেমিক?"
১৯৯৫ সালে শেখ হাসিনা বলেছিলেন --" তত্ত্ববধায়ক সরকার ও বিরোধী দলবিহীন নির্বাচন জনগণ মেনে নিবে না"। কিন্তু আজকে তারাই তত্ত্ববধায়ক সরকার নিয়ে তালবাহানা করছে। যেখানে তারাই বলছে "তত্ত্ববধায়ক সরকার ও বিরোধী দলবিহীন নির্বাচন জনগণ মেনে নিবে না" সেখানে তারাই কেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করল?
আমি খুব ভালো করে জানি যদি দল দুটোকে এই প্রশ্নগুলো করা হয় তাহলে তারা তাদের পক্ষে এমন সুন্দর কথা বলবে যেটা মনে হবে সত্যি অথচ সেটা হবে ডাহমিথ্যা।
রাজনীতিবিদেরা আসলে দেশের জন্য রাজনীতি করে না। তারা ক্ষমতা এবং পকেট ভারী করার জন্য রাজনীতি করে। আর আমাকে এই কথাটি মনে-প্রানে বিশ্বাস করতে হচ্ছে যা দেশের জন্য মোটেই শুভ নয়।
রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ভালো হয়ে যান। দেশের জন্য কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন তাহলে নির্বাচনে এমনিতেই জয়লাভ করবেন। আর যদি না করেন তাহলে হাজার চেষ্টা করেও জিততে পারবেনা। কারন নির্বাচনের সময়তো আমাদের কাছেই আসতে হবে।
পরিশেষে বলতে চাই আমরা আপনাদের কর্মকান্ড ভুলিনাই।