গত ২-৩ বছরে অনেক কঠিন আর নিষ্ঠুর হয়ে উঠেছি । আবেগগুলো আমাকে ছুতে পারে না । আবেগের উদ্বেলতাকে, উন্মাদনাকে, উচ্ছ্বাসকে আর উল্লাসকে কঠিন ভাবে পরাহস্ত করতে শিখে গিয়েছি । এই যান্ত্রিক শহরকে যতবার আপন মনে হয় তার চেয়ে দিগুন পর মনে হয় । সম্পর্ক চিন্নহ করতে বিন্দু মাত্র ভয় লাগে না এখন আর । বিশ্বাস গুলো কেমন নির্মম আর নিষ্ঠুর, অল্পতে উধাও হয়ে যাচ্ছে । সামাজিকতা আর জীবনের নিতান্ত প্রয়োজনের কাছে কেমন বন্দি হয়ে গেছি । অনেকেই বলছে এইটা নাকি জীবনের শিক্ষা , এই কেমন শিক্ষা ? আবেগ ,বিশ্বাস আর ভালোবাসা হারিয়ে ফেলা এ কেমন শিক্ষা ?
একটু আন্তরিকতার ছোঁয়া , আর সকলের সাথে যদি মন খুলে হাসতে পারা কিছু সুন্দর কথা উপস্থাপন করা এসব সব কিছু যেন আস্তে আস্তে হারাতে বসেছি কারন আবেগ কে এখন আর প্রশ্রয় দেই না ।
এই অল্প সময়ের জীবনে আমরা হাজার হাজার ভুল করে চলছি প্রতিনয়ত এই ভুল হৃদয়ে ক্ষত হয়ে বার বার হানা দেই । একটু অবসরে কেমন বুকের মাঝে ভর করে বসে । হাজার যন্ত্রনা সয়ে বেঁচে থাকা আর স্মৃতি গুলো নিয়ে ভুলভাল চিন্তার করার মাঝে মন কেমন এক প্রশান্তি খুজে পায় । আচ্ছা এই কি মানব জীবন ?
তীব্র ভালোবাসা সত্ত্বেও কেমন মানুষটাকে অচেনা মনে হয় । বাস্তবতার নিরেট বাঁধার কাছে হার মানে সহজেই নিরুপায় হয়ে, হার মানতে হচ্ছে বার বার । জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই।
মেনে নেওয়ার এই বিনয় টুকু ছাড়া আমার কাছে আর কিছুই নেই ।
ইশতিয়াক
2.3.2021
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:২৬