আগে যদি জানতাম’, আমায় ডেকোনা’ , ‘এই নীল মণিহার , ‘রীতিনীতি কি জানিনা’ এরকম অসংখ্য গানের স্রষ্টা এই জিবন্ত কিং বদন্তি শিল্পী ।
শুধু নিজেই গান করেন নি, পাশাপাশি অনেক কালজয়ী গান তিনি অন্য শিল্পীদের দিয়ে গাইয়েছেন।'লিখতে পারিনা কোন গান ' ' কবিতা পড়ার প্রহর এসেছে ' , ‘যেখানে সীমান্ত তোমার' জেমস , সামিনা চৌধুরী এবং কুমার বিশ্বজিতের এই সব বিখ্যাত গান গুলোর কারিগর তিনিই ।
আমরা জাতি হিসেবে এতই স্বার্থপর , একটু একাকীত্ব ঘুছাতে , দিনের শেষে একটু ক্লান্তি দূর করতে, একটু রোমান্টিক হতে গিয়ে , হাজার গান গুলি থেকে হয়ত এই গান গুলো বেছে নেয় কিন্তু মনে রাখি না এই গানের স্রস্টাদের, রচয়িতা দের ।
গত এক বছর ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন এই গুণী শিল্পী । পরিবারকে আজ তার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে ।এর চেয়ে বড় লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কী হতে পারে ?
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৮