নামটা দেখে মনে হয়েছিল এটা বোধহয় সুপার হিরো মুভি। তাই বেশ আগ্রহ করেই নামিয়ে দেখদে লাগলাম। কিন্তু দশ মিনিট দেখার পরেই বুঝলাম এটা কোন সুপার হিরো মুভি না, আবার টিন মুভিও বলা যায় না, বরং প্রি-টিন মুভি বললে হয়ত ঠিক হবে।
বার বছরের এ্যন্ডি নিকোল এর স্কুল লাইফ এবং এক কথায় বলতে গেলে আমেরিকান স্কুল লাইফ এর একটা ভিউ দর্শক দেখতে পাবেন এই মুভিটায়। টিন মুভিগুলোতে সব সময় হাই স্কুল এর ঘটনা দেখানো হয় যেখানে এটা সেটা আর সেক্স এর ছড়াছড়ি থাকে, কিন্তু এই প্রি-টিন টাইপ মুভিগুলো তৈরি করা হয় ১০-১৪ বছর এর দর্শকদের কথা মাথায় রেখে, তাই এই মুভিগুলোতে আসে কিছু উপদেশ, কিছু গাইডলাইন দেবার চেষ্টা।
আমার তো বয়স ১০-১৪ নয়, তার থেকে অনেক বেশি, আমি কেন এই মুভিটা নিয়ে পড়লাম? কয়দিন ধরে দেখি বাচ্চাদের মুভি দেখতে ভাল লাগছে, কারনটা বোধহয় মুভি দেখার সময় এটা সেটা ঘটনর প্যাচ দেখতে দেথত কান্ত হয়ে সোজা সরল মুভি খুজে বেরাচ্ছি। এটাও সেরকম একটা সোজা সরল মুভি। দেখে মজা পেয়েছি কারন, এর নামটা এবং পুরো সিনেমায় ্এই নামের অর্থটা বিভিন্ন ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে দেখে। মনে হয়েছে এই মুভিটা সবার জন্য রেকমন্ড করা যেতে পারে, বিশেষ করে ঐ বয়সী টিন এজদের জন্য।
কাস প্রজেক্ট এর জন্য করতে দেয়া এসাইনমেন্ট এর জন্য সবাইকে জোড়া বানিয়ে দিয়েছেন কাস টিচার মি: সাইমন। এ্যান্ডির দুঃখ তাকে দেয়া হয়েছে কাসের মধ্যে সবথেকে বিদঘুটে ছেলেটার সাথে। তাকে সবাই অনেকটা প্রতিবন্ধীর চোখেই দেখে। এখন কাস প্রজেক্ট বলে কথা, ঐ দেশের পোলাপাইন গুলো মনে হয় আমাদের দেশের পোলাপাইন গুলোর থেকে অনেক কম ফাকিবাজ, সে বেচারা কি আর করে, সেই অদ্ভূত ছেলেটার সাথেই তাকে করতে হবে প্রজেক্ট এর কাজ।
এর মধ্যে সে আবার প্রেমে পড়ে এক মেয়ের যে কিনা আবার স্কুলের সবথেকে বড় গুন্ডার এক্স-গার্লফ্রেন্ড। যখন তখন মার খাবার ভয়, সবথেকে ক্রিপি ছেলেটার সাথে ঘোরাঘুরি করে স্কুলে সামাজিক মান সন্মান হারাবার ঝুকি নিয়ে সে পার করে চলে এ্যান্ডির দিনগুলো।
যেটা মনে দাগ কেটেছে, একটা জিনিস বার বার মুভির মধ্যে বুঝিয়ে দেবার চেষ্টা হয়েছে, তা হল, একজন মানুষ যা, সে তাই। তাকে নিজের নিজস্বতাকে নিয়েই টিকে থাকতে হয়, নিজের নিজস্বতাকে অবলম্বন করেই উঠে দাড়াতে হয় এবং শেষ পর্যন্ত নিজেকেই নিজের সমস্যার সমাধান করতে হয়।
পুরো মুভিটাতে আরও কিছু কাহিনী টুইস্ট আছে, সেগুলোও দেখতে ভাল লাগবে আ্যশা করা যায়।
আমি একটা ব্লগ টাইপ সাইট ডেভলপ করছি। পাবলিক ব্লগ না, ব্যক্তিগত ব্লগ। সেখানে নিয়মিত মুভি রিভিউ, ই রিভিউ, পিসি গেম রিভিউ সহ টুকটাক লেখারিখি পাবলিশ করি আমি। একবার দেখবেন নাকি?
আমার সাইটটার একটা ফেবু পেজও আছে। সাইটটি ভাল লাগলে, এবং প্রতিদিন নিয়মিত পোস্ট আপডেট পেতে আগ্রহ বোধ করলে একটা লাইক দিন প্লিজ
Click This Link
Click This Link
Click This Link
Click This Link