কবিতা : মুক্তি পণ
আমি দেখেছি চার দেয়ালের মাঝে
ভালোবাসা নামক নাট্যমঞ্চ,
যেখানে প্রতিনিয়ত খুন হতো
একটি নতুন প্রাণ।
আমি দেখেছি উন্মাদ বালকের হাতে
রক্তাক্ত ছুড়ির নোংরা হাসি,
যার জীবনে বড়ই প্রয়োজন ছিল
স্নেহ নামক কিছুর।
আমি দেখেছি মাতৃ পদের লালসায়
মুখোস ধারী কৌশলীর অভিনয়,
যার আড়ালের চেহারা ছিলো
ভয়ঙ্কর পিশাচিনির ন্যায়।
আমি দেখেছি নিশ্চুপ বালকের
অন্তর ভাঙ্গা আর্তনাদ,
যেখানে আত্ম হননই ছিল
একমাত্র মুক্তি পণ। বাকিটুকু পড়ুন
