বিশিষ্ট লেখক আহমদ ছফার বইটা যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসিকে নিয়ে এই গাভী বিত্তান্ত লিখা হয়েছে তিনি একটা গাভী লালন পালন করতেন। সে গাভীকে নিয়েই তার যত ঘটনাপ্রবাহ। বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে তার কোন হাত ছিল না। তার বন্ধুবেশী যারা তাকে যে উপদেশ দিত তিনি সে কথাই ভাল মনে করতেন।
বর্তমান বুয়েটের ভিসির কার্যকলাপ ও কি সে কথাই মনে করিয়ে দেয় না? যারা জানেন না তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বুয়েটের বর্তমান ভিসি এস এম নজরুল ইসলাম একটি ছাগল পুষেন। যে সে ছাগল না, একটা রামছাগল। রামছাগলটি তার বাসার সামনের উঠানেই থাকে। সারাদিন ঘুরে বেড়ায়। ছাগলটিও ভিসির পরিবারের একজন ‘সম্মানিত’ সদস্য। মালী, দারোয়ান সবাই ছাগলটির যত্ন আদ্দিরে নিমগ্ন থাকেন। কোন খামখেয়ালীপনা করলে তার মাশুল গুনতে থাকেন সদা তটস্থ।
বাইরে যে এত হাউমাউ হযে যাচ্ছে সে ব্যাপারে ভিসি মহোদয়ের কোন ভ্রুক্ষেপ নেই। তিনি তার এক কথায় সর্বদা স্থির। তাঁর কোন ভুল হচ্ছে বলতে তিনি নারাজ। যতই চাক, যারাই চাক তিনি সরকার যতক্ষণ না বলবে তিনি তাঁর গদি ছাড়বেন না। এ যেন ‘ভেঙে যাবেন তাও মচকাবেন না’। কিন্তু তিনি কি বুঝতে পারছেন যে, ভাঙার চাইতে মচকানোটা বেশি অসম্মানের।
তবে তার একটা স্ট্যান্ড অবশ্যই ভাল। তিনি যে কোন দুর্নীতি করেন নি সে ব্যাপারে তার স্থির মনোভাব। লোকে যা বলে বলুক না, তিনি তার ছাগল নিয়েই গদি আঁকড়ে থাকবেন।