দেখতে দেখতে ১২০ দিন পার হয়ে গেল৷ সাগর-রুনির খুনিদের গ্রেপ্তারে কোন অগ্রগতি নেই৷ পুলিশ হত্যাকাণ্ডের পর প্রণিধানযোগ্য অগ্রগতির কথা বললেও পরে আদালতে ব্যর্থতা স্বীকার করে নেয়৷ বর্তমানে তদন্ত করছে RAB৷ এই নিরাপত্তা বাহিনীর উপর মানুষের কিছুটা হলেও আস্থা আছে৷ কিন্তু তারাও মুখে কুলুপ এটে বসে আছেন৷ কাউকে এখনো গ্রেপ্তার করেনি RAB, বরং ডেইলি স্টার কয়েকদিন আগে জানিয়েছে, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত অত্যন্ত ঢিলেঢালাভাবে চালাচ্ছে সংস্থাটি৷
সাগর-রুনির খুনি কে বা কারা? এই প্রশ্ন জনমনে শুরু থেকেই৷ আমরা এই পাতায় এই প্রশ্নটি করেছিলাম সাধারণ মানুষকে৷ জনগণের ধারণা, খুনিদের সঙ্গে বর্তমান সরকারের শক্তিশালী কারো সম্পর্ক রয়েছে৷ যেকারণে খুনিরা এখনো ধরাছোয়ার বাইরে৷ গণমাধ্যমের প্রতিবেদনেও এই বিষয়টি ঘুরে ফিরে আসছে৷
ফেসবুকে প্রথম দিকে যে গুজবটি ছড়িয়েছিল সেটা আরো পাকাপোক্ত করেছেন মাহফুজুর রহমান নিজেই৷ গত ৩০ মে তিনি লন্ডনে দাবি করেন, সাগর-রুনি পরকীয়ার বলি৷ মাহফুজ একথা বলে হত্যাকাণ্ডের মূল কারণকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন সেটা রাস্তার টোকাইও বোঝে৷ বাংলাদেশে সাংবাদিক, সাধারণ মানুষের চাপের মুখে মাহফুজ অবশ্য নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন৷ কিন্তু এই দুঃখ প্রকাশ মোটেই যথেষ্ট নয়৷ বরং মাহফুজুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছি৷ তার কাছে হত্যাকাণ্ড সম্পর্কে যেসব তথ্য প্রমাণ আছে সেগুলো সংগ্রহ করা হোক৷ এই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যে মাহফুজুর রহমান এর কাছে আছে সেটা এখন দিবালোকের মতই পরিষ্কার৷
সমস্যা হচ্ছে, RAB মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না৷ তাদের কথাবার্তাও এখন পুলিশের মতোই৷ হত্যাকাণ্ডের ১২০ দিন পর RAB এর বক্তব্য হচ্ছে, ‘‘তদন্ত চলছে, তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ করা হচ্ছে, জানানোর মতো নতুন কোনো খবর নেই”! আমরা কি তাহলে ধরে নেব, RAB ও আদালতে গিয়ে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তাদের ব্যর্থতা স্বীকারের প্রস্তুত নিচ্ছে?
সূত্র:- ফেইসবুক