মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশর চাইতে মাত্র ১৪ দিন ব্যবধানে স্বাধীন হওয়া সংযুক্ত আরব আমিরাত একটি আধুনিক সুশৃংখল দেশ, স্হানীয়দের ঐকান্তিক প্রচেষ্টা, কারিগরি নির্মাণ শৈলি, অনুপম উন্নয়নে আরব আমিরাত ইতিমধ্যে বর্তমান বিশ্বের রাজধানী হিসেবে সবার নজর কেড়েছে।
আইনের যথার্থ প্রয়োগ, আইন-কানুনের মান্য করাই হচ্ছে তাদের উন্নয়নের মূলে ভিত্তি। যার কারণে আরব আমিরাতে বসবাসরত সকল নাগরিক / অধিবাসীরা স্বাচ্ছন্দে দিন কাটায়। সকল ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়ম, শৃংখলা মানার পাশাপাশি অমান্যকারীদের জন্য শাস্তির বিধান রয়েছে। যার কারণে কেউ আইন অমান্য করেন না। আর এ কারনেই দুবাই বর্তমান বিশ্বের অনেকের স্বপ্নের শহর।
ড্রাইভিং লাইসেন্স সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নের অনেকগুলো ধাপের একটি। উন্নত বিশ্বের আধুনিক মড়েলের সব ধরনের গাড়ির অহরহ আমদানী হয় দুবাইতে, নিত্য নতুন চোখ জুড়ানো অনেক গাড়ি চোখে পড়ে। অথচ গাড়ি এক্সিডেন্ট বা সড়ক দূর্ঘটনা তেমন পরিলক্ষিত হয়না। যার মূলে রয়েছে একটি সময়পোযোগী আধুনিক ড্রাইভিং লাইসেন্স প্রধান পদ্বতি, যা অবশ্যই আন্তর্জাতিক মানের।
আরব আমিরাতে তথা দুবাই'তে যারা ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন ড্রাইভিং লাইসেন্স পাওয়া কতটা কষ্টকর ও ব্যয়বহুল। ড্রাইভিং লাইসেন্স নামক সোনার হরিণের পেছনে দোড়াতে গিয়ে অনেকে সফল হয়, আবার অনেকে মাঝ পথে এসে হারিয়ে ও যায়। এখানে গরু ছাগল চিনতে হয়না! জানতে হয় আইন কানুন, মানতে হয় রাস্তায় লাগানো নির্দেশিকা। যার ফলে ব্যস্তময় একটি আধুনিক শহরে তেমন কোনো বড় ধরণের সড়ক দুর্ঘটনা পরিলক্ষিত হয়না।
ড্রাইভিং লাইসেন্স প্রদান পদ্বতির ধাপ.
ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রাপ্তবয়স্ক সংযুক্ত আরব আমিরাতের নাগরিক/ অধিবাসীরা DUBAI RTA অনুমোদিত ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণের আবেদন করতে পারেন। বয়স সীমা হাল্কা গাড়ীর জন্য ১৮ বছর, আর ভারী গাড়ীর জন্য ২১ বছর হতে হবে। অধিবাসীদের মধ্যে কেবল মাত্র বৈধ অধিবাসীরা কোম্পানী থেকে NOC লেটার প্রধান পূর্বক ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার সুযোগ পায়.
এরপর DUBAI HEALTH AUTHORITY অনুমোদিত কোনো চশমার দোকান বা হাসপাতাল থেকে চক্ষু পরীক্ষা করে রিপোর্ট, NOC Later ও ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি সহ RTA অনুমোদিত ড্রাইভিং স্কুলে ফাইল রেজিষ্টেশন সম্পন্ন করতে হবে।
রেজিষ্টেশনে যাহা উল্লেখ থাকে
১. Personal Details (Student ID, Date of Birth).
2. Passport Details
3. Visa Details
4. Driving License Details (other countries).
রেজিষ্টেশন সম্পন্ন হওয়ার পর Learning permit দেওয়া হয়, পরবর্তীতে Learning permit পেপার ট্রেনিং ক্লাস সহ সবধরনের পরীক্ষায় প্রয়োজন হয়, মূলত Learning permit নাম্বার ব্যাবহার হয় ড্রাইভিং লাইসেন্স ইস্যু হওয়া পর্যন্ত.
Learning permit পাওয়ার পর ট্রেনিং ক্লাস শুরু হয়, সাধারণত ৪০ টি ট্রেনিং ক্লাস করতে হয়, যাদের কাছে পুরাতন লাইসেন্স আছে তাদের ২০/৩০টি ট্রেনিং ক্লাস করতে হয়।
ট্রেনিং ক্লাস শেষে কয়েকধাপে ড্রাইভিং টেস্ট হয়ে থাকে।
প্রথমে অভ্যন্তরীণ গ্যারেজ এবং পার্কিং পরীক্ষা পাস করতে হয়, যাহা ড্রাইভিং স্কুলের অভ্যন্তরে হয়ে থাকে।
Theory driving test, রাস্তা, বিপদ সংকেত এবং নিরাপদ-ড্রাইভিং নির্দেশাবলীর উপর মোট ৩৫ টি প্রশ্ন হয় ইংরেজি, আরবি বা উর্দু ভাষায়, কম্পিউটারে উত্তর দিতে হবে। বাংলা ও অন্যান্য ভাষায় অনুবাদক ও পাওয়া যাবে, যা Appointment date নেওয়ার সময় উল্লেখ করতে/বলতে হবে। ৩৫ টি প্রশ্নের মধ্যে ২৩ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পরীক্ষায় পাস হবে। যে সকল প্রার্থী কম্পিউটার জানেন না তারা মুখিক পরীক্ষা দিতে পারবে।
Theory driving test পাস হওয়ার পর assessment test দিতে হবে. RTA অনুমোদিত ড্রাইভিং স্কুলের যে কোনো স্কুলে assessment test সম্পন্ন করতে হবে। যারা assessment test পাস করবে কেবলমাত্র তারাই ফাইনাল রোড় টেস্ট দেওয়ার সুযোগ পাবে। RTA'র অফিসাররাই ফাইনাল রোড় টেস্ট নিয়ে থাকে।
ফাইনাল রোড় টেস্ট ফেল হলে পরবর্তীতে নতুন করে ৮ টি ক্লাসের জন্য রেজিষ্টেশন করে পুনরায় ফাইনাল রোড় টেস্ট দিতে হয়। অনেক কষ্টের পর ৮/১০ বার ফাইনাল রোড় টেস্ট দিয়ে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেন লাইসেন্স প্রত্যাশিরা। কমবেশ সবাই গাড়ি চালাতে জানেন, কিন্তু গাড়ি চালাতে গিয়ে সঠিক নিয়ম আর আরব আমিরাতের আইন কানুন মেনে ঠিকমত গাড়ির ড্রাইভিং করা হচ্ছে কিনা ফাইনাল রোড় টেস্টে RTA'র অফিসাররা মূলত তাই দেখে থাকেন।
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ৬ মাসের মধ্যে বড় ধরনের ভুল বা গাড়ি এক্সিডেন্ট করলে ব্লাক পয়েন্ট সহ ড্রাইভিং লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা থাকে তাই নতুন লাইসেন্স প্রাপ্তরা অনেক সতর্কতার সাথে রাস্তায় গাড়ি চালায়। যার ফলে ব্যস্ততম একটি আধুনিক নগরীতে গাড়ি এক্সিডেন্টর ঘটনা তেমন পরিলক্ষিত হয়না!!
আমাদের দেশ অনিয়মের দেশ হলে ও গাড়ির চালকদেরকে "ড্রাইভিং লাইসেন্স" দেয়ার সময়, দুবাইয়ে "ড্রাইভিং লাইসেন্স" প্রদান পদ্বতির অনুকরনে "ড্রাইভিং লাইসেন্স" প্রদান করলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে আমার ধারনা।
মুহাম্মাদ ইছমাইল,
দুবাই, সংযুক্ত আরব আমিরাত,
[email protected]
http://desher-khobor.com/emirates/emirates-news/84-emirates-news/8449.html
http://desher-khobor.com/epaper/2015/May/28-05-15/#/6