আমি তোমার ভালোবাসার ভিখেরী হবো না,
সযত্নে তা আমি তুলে রেখেছি ,
নূন্যতম ঈর্ষান্বিত হবো না ,
তোমার বধূর কাছে লিখা চিঠিতে ।
কিন্তু আমার কথা শুনো একবার ,
তাকে পড়তে দিও কবিতা আমার ।
পারলে ছবি টা ও দিও ,
নতুন বধূর প্রতি হয়ো না নির্দয় ।
রাজহংসীর কাছে জ্ঞান ই বড়ো,
মিষ্টি কথার চেয়ে ,
ভাবে তারা ই পরিপুর্ণ সফল ।
কিংবা সেই মৃদুমন্দ প্রথম রাতের স্মৃতি ....
যখন তুমি তোমার আনন্দের প্রতি টি ক্ষন ,
তোমার সব স্প্বহা কে পাশে বসিয়ে ,
ব্যয় করেছিলে তোমার প্রিয় বন্ধুটির সাথে ।
এবং,হঠাৎ তুমি লজ্জিত -
এসো না আমার কাছে -
আমি তোমাকে চিনতে ব্যর্থ -
ওগো আমার বিমর্ষ রাতের অতিথি ,
কি করে আমি সাহায্য করি তোমায় ??
আমি নিজেই যে কখনো পাই নি সুখের ছোঁয়া ।
‘I won’t beg for your love.’
I won’t beg for your love.
It’s safely laid aside….
I won’t be penning jealous
letters to your bride.
But be wise, take my advice:
give her my poems to read,
give her my photos beside –
be kind to the newly-wed!
Oh, knowledge is better for geese,
feeling they’ve won completely,
than sweet companionable speech,
or a tender first-night memory…
and when you’ve spent all your
kopecks of joy with your dear friend,
and your spirit’s sated with it all,
and suddenly you’re ashamed –
don’t come – I’ll fail to know you –
to me, night’s crestfallen guest.
For how could Ihelp you?
I’m not cured of happiness.
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৮