১। ভাই, সব গর্ত আপ্নের জইন্য না...গর্ত আর আপ্নের সাইজ এই দুইটা মাইপা তারপর হান্দাইবেন...মনে রাইখেন শুধু ঢুকলেই হইবোনা...সাক্সেস্ফুলী বাইরাইতেও হইব...
[মোরালঃ লম্ফ দেয়ার আগে গলা বাড়াইয়া দেখেন কই পড়বেন, নাহলে ফান্দে পড়বেন আর আপ্নের বগাও কানবে...]
২। নজরডা উচা করেন, নিজেরা বেকুব ভাইবা এইটা পারুমনা, ঐটা পারুমনা এইসব প্যানপ্যান করবেন না...যখনি এই চিন্তা আইব তখনি আল্লাহ ভরসা কইয়া নিজেরে ঠাডায়া একটা চড় দিবেন...[ন্যান ইশটার্ট করেন...]
৩। ভাই, আপ্নের যেই কাজ সেই কাজের দিকে নজর দ্যান, পাশের সুন্দরী মহিলা পরে দেইখেন, সবচে' ভালা হয় কাম কাজ শেষ করে তার দিকে তাকাইলে, মানে কাজের মাঝখানে যদি সুন্দরী দেইখা হ্যাং হইয়া যান তাইলে সেই কাম ফিনিশ করবে কেডা? অর্জুনের কথা মনে কইরা খালি পাখির চোখ দেখেন...[নাকি বলা উচিত এই ব্যাটার মত খালি গরু-মহিষের চোখই দেখেন...!]
৪। সারাদিন এক জায়গায় গ্যাট হইয়া বইয়া থাকবেন না, এট্টু নড়েন চড়েন, নইলে কুনু একদিন দেকবেন সীটের তলা দিয়া শিকড় বাইরায় গেসে...ব্যায়াম করেন এট্টু আধটু, গাট্টাগোট্টা থাকবেন, ব্যারাম সহজে হইবোনা...
৫। দলে কাজ করেন, ছলে বলে কৌশলের সাথে 'দলে' কথাটাও লাগিয়ে দ্যান, দেখবেন জাদুর লাহান কাজ হইব...আপ্নেরা হজ্ঞলতে একলগে থাকলে কার এত হিম্মত যে আপ্নের বিরুদ্ধে কথা কইব?
৬। যার উপ্রে আপ্নের বিরাট বিশ্বাস [অথবা যা আপ্নেরে খুব ভালা পায়...] তারেই আপ্নের ছাপা রক্ষার্থে নিয়োজিত করেন...খুব খিয়াল কৈরা...[মন্দ কেউ হইলে আপ্নের ছাপায় ফুটার সংখ্যা বাইরে যাইতে পারে...]
৭। সঞ্চয় করতে শিখেন, পাইলেন আর খাইলেন [ক্ষেত্র বিশেষে উড়াইলেন!] এই নীতি ছাড়েন...
৮। অনেক হইসে, এখন যান রেস্টো ন্যান...খালি লাফাইলেই হইব মিয়া?...ঘুমাইবার লাগবোনা?...শান্তিমত অন্তত এট্টু জিরান...
৯। ঐ মিয়া, আপ্নের বস আছে ধারে কাছে? থাকলে হ্যার দিকে তাকায়া একটা চওড়া হাসি দ্যান...খেয়াল রাইখেন যেন আপনেরে বেকুবের মতন না লাগে...[বস যদি আপ্নের উপ্রে রাইগা থাকে তাইলে ভুইলা যান, আপ্নের হাসি দেখলে আরও খেইপা যাইতে পারে...]
১০। অসম্ভব বলিয়া কোনও বস্তু যদি এই ছাগলের অভিধানেও না থাকে তাইলে আপ্নে ভাইবা দেখেন, আপ্নে কি ছাগলের চাইতেও খারাপ?
এইগুলা এখন নিজেই বিড়বিড়াইতেসি...নিজে না মাইনা আপনাদের মানতে কই কেম্নে...?
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৪